মার্কিন অনুরোধের কথা ফাঁস করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i114452-মার্কিন_অনুরোধের_কথা_ফাঁস_করল_সৌদি_আরব
সৌদি আরব বলেছে, ওপেক প্লাসের মাধ্যমে তেলের উৎপাদন কমানো হয়েছে অর্থনৈতিক বিবেচনা থেকে, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পাশাপাশি রিয়াদ জানিয়েছে, তেলের উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা কয়েক সপ্তাহ পেছানোর জন্য আমেরিকা ওপেকের ওপর চাপ সৃষ্টি করেছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৩, ২০২২ ১৮:৫৫ Asia/Dhaka
  • মার্কিন অনুরোধের কথা ফাঁস করল সৌদি আরব

সৌদি আরব বলেছে, ওপেক প্লাসের মাধ্যমে তেলের উৎপাদন কমানো হয়েছে অর্থনৈতিক বিবেচনা থেকে, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পাশাপাশি রিয়াদ জানিয়েছে, তেলের উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা কয়েক সপ্তাহ পেছানোর জন্য আমেরিকা ওপেকের ওপর চাপ সৃষ্টি করেছিল।

গতকাল (বুধবার) এ বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। রাশিয়ার স্বার্থে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে তা এই বিবৃতিতে প্রত্যাখ্যান করা হয়। সৌদি আরব বলেছে, আন্তর্জাতিক দ্বন্দ্বে রিয়াদ কোনো পক্ষ নিচ্ছে না অথবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।

এই সিদ্ধান্ত নেয়া হয়েছে সম্পূর্ণভাবে অর্থনৈতিক বিবেচনা থেকে যার মাধ্যমে আন্তর্জাতিক তেলের বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায়। এক্ষেত্রে ভোক্তাদের স্বার্থ বিশেষভাবে বিবেচনায় নেয়া হয়েছে যা সব সময় ওপেক প্লাস করে থাকে।

সৌদি আরব জানিয়েছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাস সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে যার প্রতি সব রাষ্ট্রের সমর্থন ছিল। এছাড়া, তেলের উৎপাদন কমানো বিলম্বিত করার জন্য আমেরিকা যে অনুরোধ জানিয়েছিল তা আমলে নিলে মারাত্মক নেতিবাচক অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হতো যা মার্কিন কর্মকর্তারা জানেন।

গত সপ্তাহে ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়। ওপেক প্লাসের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হচ্ছে সৌদি আরব। এই সিদ্ধান্ত নেয়ার পর আমেরিকা রিয়াদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৩