পেজেশকিয়ান: ইরান ও সৌদি আরব আঞ্চলিক সহযোগিতার মডেল হতে পারে
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ।
মুসলিম বিশ্বে ঐক্য ও সংহতি জোরদার করার উপর জোর দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সকল ক্ষেত্রে ইরান ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিকাশ এবং আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য যৌথ সক্ষমতা ব্যবহারের আহ্বান জানান।
প্রেসিডেন্সিয়াল ইনফরমেশন ওয়েবসাইটের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ এবং তার সফরসঙ্গী প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন। মুসলিম দেশগুলোর মধ্যে গভীর ধর্মীয়,সাংস্কৃতিক এবং ঐতিহাসিক মিলের কথা উল্লেখ করে তিনি বলেন, "১৪তম ইরানি সরকার প্রতিষ্ঠার পর থেকেই ইসলামি দেশগুলো মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
এই অঞ্চলে শান্তি,নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জনের জন্য মুসলিম দেশগুলোর ঐক্য একটি প্রয়োজনীয় শর্ত বলে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, "এটা দুঃখজনক যে,আশীর্বাদপূর্ণ একটি দেশে অভিন্ন কিবলা, ধর্মগ্রন্থ এবং ধর্মের অধিকারী জাতিগুলো বিবাদ এবং দারিদ্র্যে নিমজ্জিত। এই পরিস্থিতি মুসলিম জাতির জন্য উপযুক্ত নয়।"
মতপার্থক্য দূরে সরিয়ে রেখে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার গুরুত্বের দিকে ইঙ্গিত করে পেজেশকিয়ান আরও বলেন, "একটি সাধারণ ইচ্ছাশক্তির মাধ্যমে, ইসলামি দেশগুলোর নেতারা অন্যান্য সমাজের জন্য সহাবস্থান, সমৃদ্ধি এবং অগ্রগতির একটি অনুপ্রেরণামূলক মডেল প্রদান করতে পারেন।"
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সকল ক্ষেত্রে সৌদি আরবের সাথে সম্পর্ক সম্প্রসারণ এবং অন্যান্য মুসলিম দেশগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে সম্পূর্ণরূপে প্রস্তুত।
পেজেশকিয়ান গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের ভয়াবহ পরিস্থিতির কথাও উল্লেখ করে বলেন: "যদি মুসলিম দেশগুলো একটি অভিন্ন ভাষা এবং সত্যিকারের ঐক্যে পৌঁছায় তাহলে ইহুদিবাদী সরকার আর গাজায় আজ যা ঘটছে তার মতো মানবিক বিপর্যয় ঘটাতে পারবে না।"

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজও মুসলিম বিশ্বে সংহতি ও ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, "ইরান ও সৌদি আরব এই অঞ্চলের দুটি প্রধান স্তম্ভ এবং দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক মুসলিম বিশ্বে ঐক্যের জন্য একটি কার্যকর মডেল হতে পারে।"
সৌদি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে গাজা ও ফিলিস্তিনের পরিস্থিতির বিষয়ে ইরান ও সৌদি আরবের অবস্থান একই রকম এবং গাজা উপত্যকা, পশ্চিম তীর, লেবানন এবং সিরিয়ায় ইহুদিবাদী সরকারের কর্মকাণ্ড ইঙ্গিত দেয় যে এই অঞ্চলের মধ্যে বিরোধকে কাজে লাগিয়ে তেল আবিব সরকার কি ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।#
পার্সটুডে/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।