আনসারুল্লাহ আন্দোলনের বিবৃতি
‘যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার জন্য সম্পূর্ণভাবে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসীরা দায়ী’
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার জন্য সম্পূর্ণভাবে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী দেশগুলো দায়ী।
আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোঃ আব্দুস সালাম গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার পোস্টে এই মন্তব্য করেছেন। তিনি সুস্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে এবং তার মেয়াদ আর বাড়ানো যায়নি শুধুমাত্র মানবিক দাবি এবং ইয়েমেনি জনগণের স্বাভাবিক অধিকারের প্রতি আগ্রাসী দেশগুলোর অসম্মানের কারণে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আরো কয়েকটি আরব রাষ্ট্র মিলে ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।
জাতিসংঘের মধ্যস্থতায় গত এপ্রিল মাসে প্রথমবারের মতো সৌদি নেতৃত্বাধীন আরব জোট এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। যুদ্ধবিরতির মেয়াদ দুই দফা বাড়ানোর পর গত দুই অক্টোবর তা শেষ হয়। এরমধ্যে জাতিসংঘ আবারও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছে কিন্তু সৌদি আরবের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি।
গত প্রায় ছয় মাস যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সৌদি আরব ইয়েমেনের ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়নি এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর যে সমস্ত সুযোগ-সুবিধা পাওয়ার কথা ছিল ইয়েমেন তা পায়নি।
এ সম্পর্কে আব্দুস সালাম বলেন, সৌদি জোট সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনের প্রাণবায়ু হুদাইদা বন্দর খুলে দিতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি ইয়েমেনের জাতীয় সম্পদ তেল ও গ্যাসের ওপর ইয়েমেনের হুথি সরকারের প্রবেশাধিকার দিতে চাইনি যা ব্যবহার করে দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের বকেয়া বেতন পরিশোধ করা যেত।
আব্দুস সালাম বলেন ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আগ্রাসী দেশগুলো তাদের বলদর্পী মানসিকতা পরিত্যাগ না করবে। একইসঙ্গে এই যুদ্ধ থেকে আমেরিকা এবং ব্রিটেন বিশেষভাবে লাভবান হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/১৪