বৃদ্ধ মার্কিন নাগরিককে ১৬ বছরের কারাদণ্ড দিল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i114688-বৃদ্ধ_মার্কিন_নাগরিককে_১৬_বছরের_কারাদণ্ড_দিল_সৌদি_আরব
চরম রক্ষণশীল সৌদি সরকারের সমালোচনা করায় ৭২ বছর বয়সী এক মার্কিন নাগরিকের ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে রিয়াদ। ওই বৃদ্ধের ছেলে এরইমধ্যে জানিয়েছেন যে, তার বাবাকে কারাগারে নির্যাতন করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৯, ২০২২ ১১:৫০ Asia/Dhaka
  • সা\'দ ইবরাহিম আলমাদি
    সা\'দ ইবরাহিম আলমাদি

চরম রক্ষণশীল সৌদি সরকারের সমালোচনা করায় ৭২ বছর বয়সী এক মার্কিন নাগরিকের ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে রিয়াদ। ওই বৃদ্ধের ছেলে এরইমধ্যে জানিয়েছেন যে, তার বাবাকে কারাগারে নির্যাতন করা হয়েছে।

এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে সৌদি-আমেরিকান নাগরিক সা’দ ইব্রাহিম আলমাদিকে ১৬ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর আগে আমেরিকায় অবস্থান করার সময় তিনি সৌদি সরকারের সমালোচনা করে টুইটারে ১৪টি পোস্ট দিয়েছিলেন।

আল-মাদির বিরুদ্ধে সন্ত্রাসবাদী আদর্শ প্রচার এবং রাজতান্ত্রিক সৌদি আরবকে অস্থিতিশীল করার অভিযোগ আনা হয়। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন এবং সন্ত্রাসবাদে অর্থ যোগান দেয়ারও অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার ওপর আরোপ করা হয়েছে ১৬ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।

গ্রেফতারের আগে আলমাদি ফ্লোরিডার একটি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত বছর পরিবারের সঙ্গে দেখা করার জন্য তিনি সৌদি আরব গেলে তাকে আটক করা হয়। সে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই আটকের খবরটি নিশ্চিত করেছিলেন তবে তাকে কোন অভিযোগে আটক করা হয়েছে তা সে সময় তিনি বলতে চাননি। অবশ্য ওই মুখপাত্র জানিয়েছিলেন যে, আলমাদির আটকের ঘটনাটি ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে নজরে রেখেছে।#

পার্সটুডে/এসআইবি/১৯