মার্কিন ‘সান্ত্বনার বাণী’ গ্রহণ করবে না আঙ্কারা
(last modified Mon, 14 Nov 2022 13:00:47 GMT )
নভেম্বর ১৪, ২০২২ ১৯:০০ Asia/Dhaka
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী
    সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কের ইস্তাম্বুল শহরে গতকাল যে সন্ত্রাসী হামলা হয়েছে তার মূল পরিকল্পনাকারী সিরিয়ায় তৎপর মার্কিন সমর্থিত কুর্দি ওয়াইপিজি গেরিলা গোষ্ঠী। ফলে আমেরিকা তুরস্ককে এই ঘটনায় যে সান্ত্বনার বাণী জানিয়েছে আঙ্কারা তা গ্রহণ করবে না।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সইলু সাংবাদিকদের বলেন, "আমরা আমেরিকার কাছ থেকে সান্ত্বনার বাণী পেয়েছি কিন্তু আমরা তা গ্রহণ করবো না।”

গতকাল (রোববার) তুরস্কের ইস্তাম্বুল শহরে সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত এবং ৮১ জন আহত হওয়ার পর তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকার বিরুদ্ধে এই ক্ষোভ প্রকাশ করলেন।

তিনি গতকালের এই হামলার জন্য সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গিরিলাদের দায়ী করেন।

সিরিয়ায় তৎপর ওয়াইপিজি গেরিলাদেরকে তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের অংশ মনে করে। পিকেকে গোষ্ঠী কয়েক দশক ধরে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চালাচ্ছে। আমেরিকায় পিকেকে গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করলেও সিরিয়ার ওয়াইপিজিকে তারা প্রকাশ্যে মদদ দেয়।# 

পার্সটুডে/এসআইবি/১৪

ট্যাগ