ইরানে আসছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী, মূল ফোকাস ‘দ্বিপক্ষীয় সহযোগিতা
https://parstoday.ir/bn/news/west_asia-i116476-ইরানে_আসছেন_ইরাকের_নতুন_প্রধানমন্ত্রী_মূল_ফোকাস_দ্বিপক্ষীয়_সহযোগিতা
’ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি একদিনের জন্য ইরান সফর আসছেন। সফরে তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রতিনিধিদল থাকবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ২৮, ২০২২ ১২:১৭ Asia/Dhaka
  • ইরানে আসছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী, মূল ফোকাস ‘দ্বিপক্ষীয় সহযোগিতা

’ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি একদিনের জন্য ইরান সফর আসছেন। সফরে তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রতিনিধিদল থাকবে।

তেহরান সফরকালে ইরাকের প্রধানমন্ত্রী ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।

ইরানের প্রেসিডেন্টের দপ্তরের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি গতকাল (রোববার) জানান, প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রাইসির আমন্ত্রণে ইরাকের প্রধানমন্ত্রী তেহরান সফর করবেন। দিনব্যাপী সফরের সময় দুই পক্ষ বেশ কিছু সমঝোতা স্মারক বা এমওইউ সই করবে যার ফলে দুদেশের মধ্যকার সহযোগিতা জোরদার করা সম্ভব হবে।

মোহাম্মদ জামমিদি জানান, ইরান এবং ইরাকের মধ্যে চমৎকার সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। ইরাকের প্রধানমন্ত্রীর সফরের সময় প্রধানত অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। এরমধ্যে প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়টি রায়িসি প্রশাসনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জামশিদি বলেন, যে সমস্ত দেশ তেহরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী তাদেরকে ইরান সবসময় স্বাগত জানায়।#

 

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।