আল-আকসা মসজিদের চরম অবমাননা করেছে উগ্র ইহুদিবাদীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i118700-আল_আকসা_মসজিদের_চরম_অবমাননা_করেছে_উগ্র_ইহুদিবাদীরা
অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদস শহরে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ চত্বরে অ্যালকোহল পানের পাশাপাশি সেখানে প্রস্রাব করেছে ইসরাইলি অভিবাসীরা। উগ্র ইহুদিবাদীরা নিজেরা এই জঘন্য অপরাধের ভিডিও ফুটেজ তৈরি করে তা ভার্চুয়াল জগতে ছড়িয়ে দিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২১, ২০২৩ ১০:০৫ Asia/Dhaka

অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদস শহরে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ চত্বরে অ্যালকোহল পানের পাশাপাশি সেখানে প্রস্রাব করেছে ইসরাইলি অভিবাসীরা। উগ্র ইহুদিবাদীরা নিজেরা এই জঘন্য অপরাধের ভিডিও ফুটেজ তৈরি করে তা ভার্চুয়াল জগতে ছড়িয়ে দিয়েছে।

মিডল ইস্ট মনিটরে গতকাল (শুক্রবার) প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মসজিদের একটি সিঁড়িতে বসে অ্যালকোহল পান করছে দুই ইসরাইলি এবং আরেকজন মসজিদের প্রাচীর ঘেঁষে প্রস্রাব করে দিচ্ছে।

ইহুদিবাদী ইসরাইল সরকারের ক্রমাগত উস্কানিমূলক তৎপরতার ধারাবাহিকতায় বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্রতম এই স্থানের এমন জঘন্য অবমাননা সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার ইসরাইলি সেনাদের ছত্রছায়ায় একদল উগ্র ইহুদিবাদী আল-আকসা মসজিদ চত্বরে অনুপ্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উগ্র এসব ইহুদিবাদী মসজিদ চত্বরে ইসরাইলি পতাকা উড্ডয়নের পাশাপাশি নর্তন কুর্দন করে।

বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের ইতিহাসের অন্যতম উগ্র ডানপন্থি সরকার ক্ষমতা গ্রহণ করার পর আল-আকসা মসজিদের এই চরম অবমাননা করা হলো। নেতানিয়াহু সরকার এই মসজিদের গঠনকাঠামোয় আমূল পরিবর্তন আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উগ্র ইহুদিবাদী গোষ্ঠীগুলো আল-আকসা মসজিদকে ইহুদি উপাসনালয়ে রূপান্তরের পাশাপাশি সেখানে অবস্থিত নবী-রাসূলদের মাজার ধ্বংস করার প্রকাশ্য আহ্বান জানিয়েছে। তারা এসব মাজারের স্থানে পৃথক ইহুদি মন্দির নির্মাণেরও আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২১