ইসলামী জিহাদ আন্দোলনের সিনিয়র নেতাকে আটক করেছে ইসরাইল
(last modified Sun, 05 Feb 2023 13:00:40 GMT )
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১৯:০০ Asia/Dhaka
  • ইসলামি জিহাদ আন্দোলনের নেতা খাদের আদনান
    ইসলামি জিহাদ আন্দোলনের নেতা খাদের আদনান

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরজুড়ে ইহুদিবাদী ইসরাইলের সেনারা গ্রেপ্তার অভিযান চালিয়ে প্রায় দুই ডজন ফিলিস্তিনিকে আটক করেছে।

এরমধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের একজন সিনিয়র নেতা রয়েছেন। ফিলিস্তিনের প্রিজোনার্স মিডিয়া অফিস আজ (রোববার) জানিয়েছে, ইহুদিবাদী সেনারা জেনিন শহরের কাছের আরাবা এলাকা থেকে ইসলামি জিহাদ আন্দোলনের নেতা খাদের আদনানকে আটক করে।

এদিকে, ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গত মধ্যরাতে ইহুদিবাদী সেনারা ৪৪ বছর বয়সী আদনানের বাসায় হানা দেয় এবং তার পরিবার পরিজনকে ভীত-সন্ত্রস্ত করে তোলে।

ইসলামী জিহাদ আন্দোলনের এ নেতা সাম্প্রতিক বছরগুলোতে কয়েকবার আটক হয়েছেন এবং বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। প্রশাসনিক আটক আদেশের বিরুদ্ধে তিনি কয়েকবার আমরণ অনশন ধর্মঘট করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।