ভূমিকম্পে তুরস্কে নিহত ৯১২, সিরিয়ায় ৩৮৬: উদ্ধার তৎপরতা চলছে
https://parstoday.ir/bn/news/west_asia-i119336-ভূমিকম্পে_তুরস্কে_নিহত_৯১২_সিরিয়ায়_৩৮৬_উদ্ধার_তৎপরতা_চলছে
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯১২–তে দাঁড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এ তথ্য জানিয়েছেন। এই ভূমিকম্পের আঘাতে পাশের দেশ সিরিয়ায় অন্তত ৩৮৬ জনের মৃত্যু হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৮:২১ Asia/Dhaka
  • ভূমিকম্পে তুরস্কে নিহত ৯১২, সিরিয়ায় ৩৮৬: উদ্ধার তৎপরতা চলছে

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯১২–তে দাঁড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এ তথ্য জানিয়েছেন। এই ভূমিকম্পের আঘাতে পাশের দেশ সিরিয়ায় অন্তত ৩৮৬ জনের মৃত্যু হয়েছে।

এরদোগান নিজ দেশে হতাহতের সংখ্যা জানিয়ে বলেন, এখন পর্যন্ত তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৯১২ হয়েছে। এ ছাড়া ৫ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা বেড়ে কত হতে পারে, সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারছেন না তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে আছে। 

স্থানীয় সময় আজ সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। প্রায় ৮৪ বছর পর এমন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। দুই দেশেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির সরকারনিয়ন্ত্রিত অঞ্চলে ভূমিকম্পে অন্তত ২৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬৪৮ জন। এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে আলেপ্পো, হামা, লাতাকিয়া ও তারতুসের মতো শহরগুলো।

এছাড়া, সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে ভূমিকম্পে অন্তত ১৪৭ জনের মৃত্যু হয়েছে এবং ৩৪০ জনের বেশি আহত হয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। সিরিয়াতেও এখনো অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।