তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭,৮০০ ছাড়াল
(last modified Wed, 08 Feb 2023 05:16:12 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১১:১৬ Asia/Dhaka
  • তুরস্কের হাতাই এলাকায় ভূমিকম্প বিধ্বস্ত ভবন থেকে ৫ বছরের একটি শিশুকে উদ্ধার
    তুরস্কের হাতাই এলাকায় ভূমিকম্প বিধ্বস্ত ভবন থেকে ৫ বছরের একটি শিশুকে উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭ হাজার ৮০০ ছাড়িয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ৮৯৪ জনের বেশি মানুষ মারা গেছেন তুরস্কে আর সিরিয়ায় মারা গেছেন ১ হাজার ৯০০ জনের বেশি মানুষ। 

আজ (বুধবার) লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। তুরস্কে প্রায় ৬ হাজার ভবন ধসে পড়েছে।

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে ধসে পড়া স্তূপের নিচে আরও অনেক মানুষের মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিধ্বস্ত আল আতারেব, সিরিয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও অনুমান করছে, তুরস্ক ও সিরিয়ার আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন। দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, 'এটি এখন সময়ের বিরুদ্ধে উদ্ধারকারীদের লড়াই। একটি মিনিট, একটি ঘণ্টা অতিবাহিত হওয়া মানে জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা কমে যাওয়া।'

এদিকে, ভূমিকম্পে বিধ্বস্ত ১০টি প্রদেশে গতকাল (মঙ্গলবার) জরুরি অবস্থা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সেখানকার পরিস্থিতি সামাল দিতে ও উদ্ধারকাজে গতি আনতে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য দেশটির আনতালিয়া অঞ্চলের হোটেলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়েছেন এরদোগান।

তুরস্কের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, দেশটিতে ভূমিকম্পে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ মানুষ। আহত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।

সোমবার ভোরে মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে জরুরি উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। সিরিয়ার ন্যাশনাল আর্থকোয়েক সেন্টারের প্রধান রায়েদ আহমেদ এটিকে ‘ইতিহাসে তাদের রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প’ বলে অভিহিত করেছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

ট্যাগ