ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ সহায়তা পাঠালো হিজবুল্লাহ
(last modified Wed, 08 Feb 2023 12:51:09 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১৮:৫১ Asia/Dhaka
  • ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ সহায়তা পাঠালো হিজবুল্লাহ

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় মানবিক ত্রাণ সহায়তার বহর পাঠিয়েছে লেবাননের ইসলামি  প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। 

সংগঠনের উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মানারকে গতকাল (মঙ্গলবার) বলেছেন, ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার বেসামরিক লোকজনের জন্য সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল, উদ্ধার সরঞ্জাম এবং ত্রাণ সহায়তা পাঠানো জরুরি। একই সঙ্গে তিনি সিরিয়ার জনগণ এবং সরকারের প্রতি হিজবুল্লাহ আন্দোলনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।
গত সোমবার ভোররাতে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক ঘণ্টা পর ৭.৫ মাত্রার আরো একটি ভূমিকম্পে বিধ্বস্ত হয় দেশ দুটি। এতে এ পর্যন্ত সিরিয়ায় অন্তত ২,৫৩০ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে। এছাড়া, তুরস্কে নিহত হয়েছে ৮,৫৭৪ জন। 
শেখ নাঈম কাসেম বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিরিয়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। এমন দুর্যোগের সময় মার্কিন নিষেধাজ্ঞা বহাল রাখাকে মৌলিক মানবিক নীতির পরিপন্থী বলেও তিনি উল্লেখ করেন। হিজবুল্লাহ নেতা জোর দিয়ে বলেন, এই ভয়াবহ দুর্যোগের সময় হিজবুল্লাহ সিরিয়া এবং তুরস্কের পাশে রয়েছে।
এর আগে সিরিয়ার রেড ক্রিসেন্ট আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি দামেস্কের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ