সিরিয়ার সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে তিউনিসিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i119486-সিরিয়ার_সঙ্গে_আবার_কূটনৈতিক_সম্পর্ক_প্রতিষ্ঠা_করবে_তিউনিসিয়া
তিউনিসিয়ার সরকার ঘোষণা করেছে, তারা আবার আরব দেশ সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে। ২০১১ সালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতা শুরুর পর তিউনিসিয়া সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:৫৩ Asia/Dhaka
  • সিরিয়ার সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে তিউনিসিয়া

তিউনিসিয়ার সরকার ঘোষণা করেছে, তারা আবার আরব দেশ সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে। ২০১১ সালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতা শুরুর পর তিউনিসিয়া সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

গতকাল (বৃহস্পতিবার) তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ জানান, সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে কায়েস সাঈদ বলেন, সিরিয়ায় যে সমস্যা বিরাজমান তা দেশটির অভ্যন্তরীণ ব্যাপার এবং সেটি শুধুমাত্র সিরিয়ার জনগণের সঙ্গেই সম্পর্কযুক্ত।

এক দশক আগে সিরিয়ার সঙ্গে তিউনিসিয়া সম্পর্ক ছিন্ন করে তবে ২০১৭ সাল থেকে দামেস্কের সঙ্গে সীমিত পর্যায়ে যোগাযোগ প্রতিষ্ঠা করেছে। সিরিয়াকে সাহায্যের অংশ হিসেবে দেশটিতে তিউনিসিয়ার প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী যোদ্ধা লড়াই করছে। 

২০২১ সালে প্রেসিডেন্ট কায়েস সাঈদ শক্তভাবে তিউনিসিয়ার রাষ্ট্রক্ষমতা আকড়ে ধরেন এবং তিনি তখন থেকে সিরিয়াকে সংকেত দিচ্ছেন যে, দেশটির সঙ্গে পূর্ণমাত্রার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তিনি প্রস্তুত। গত কয়েক মাসে একই ধরনের সংকেত দিয়েছে মিশর, জর্দান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।#

পার্সটুডে/এসআইবি/১০