ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ইসরাইল ও আইএস জঙ্গিদের সমন্বিত হামলা
(last modified Mon, 20 Feb 2023 07:21:14 GMT )
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৩:২১ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কে ফের হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ২০ জন হতাহত হয়েছে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

যদিও ইসরাইলের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে সিরিয়ায় ইরানি স্থাপনার ওপর হামলা হয়েছে কিন্তু সিরিয়ার সূত্রগুলো বলছে ইসরাইল যেখানে হামলা চালিয়েছে সেখানে ইরানের কোনো ভবন বা স্থাপনা ছিল না। বরং ইসরাইল বেসামরিক আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারস্য  উপসাগরে সম্প্রতি ইসরাইলের একটি জাহাজে হামলার ঘটনার কয়েক দিন পর সিরিয়ায় ইসরাইলি হামলা হলো। ইসরাইল এ বার্তাই দিতে চায় যে জাহাজে হামলার প্রতিশোধ হিসেবে তারা সিরিয়ায় হামলা চালিয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেল ইসরাইল সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে বেসামরিক মানুষকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, ইসরাইল এমন সময় সিরিয়ায় হামলা চালিয়েছে যখন ইসরাইলের অভ্যন্তরে গভীর রাজনৈতিক সংকট চলছে। বিচার বিভাগের বিরুদ্ধে নেতানিয়াহুর মন্ত্রীসভার সাম্প্রতিক কিছু পদক্ষেপের প্রতিবাদে সপ্তম দিনের মতো ইসরাইলে বিক্ষোভ চলছে। এ থেকে বোঝা যায় নেতানিয়াহুর মন্ত্রীসভা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কারণ সরকার বিরোধী এ বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নিচ্ছে। এ অবস্থায় ধারণা করা হচ্ছে জনমতের দৃষ্টিকে ভিন্নদিকে ঘোরানোর জন্য সরকার সিরিয়ায় হামলা চালিয়েছে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এ ধরণের কৌশল অবলম্বন করে ইসরাইলের কোনো লাভ হয়নি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরাইল এমন সময় সিরিয়ায় হামলা চালিয়েছে যখন ৭.৮ মাত্রায় সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সরবরাহে ব্যস্ত সরকার।  ঠিক একই সময়ে সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীরাও হামলা চালিয়েছে। এ অবস্থায় ইসরাইলি হামলা থেকে বোঝা যায় তাদের মানবিকতার কোনো মূল্য নেই এবং তারা দায়েশকে সরাসরি সমর্থন যোগাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের হামলার একই সময়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেছেন, এমন সময় তারা সম্মিলিতভাবে আগ্রাসন চালিয়েছে যখন সিরিয়ার জনগণ ভূমিকম্পের আঘাতে জর্জরিত এবং চরম দুর্ভোগের শিকার। পর্যবেক্ষকরা বলছেন, আন্তর্জাতিক সমাজের নীরবতার কারণে ইসরাইল ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২০  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ