সিরিয়া-তুরস্ক সীমান্তে আবারো শক্তিশালী ভূমিকম্প
(last modified Tue, 21 Feb 2023 09:24:21 GMT )
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১৫:২৪ Asia/Dhaka
  • সিরিয়া-তুরস্ক সীমান্তে আবারো শক্তিশালী ভূমিকম্প

সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী যে বিস্তীর্ণ অঞ্চল দুই সপ্তাহ আগে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে, সেখানে গতকাল (সোমবার) সন্ধ্যায় আবার দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত তিনজন নিহত ও ২১৩ জন আহত হয়েছেন।

সিরিয়া ও তুরস্ক সীমান্তবর্তী হাতেই প্রদেশটি ছিল অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা। সেখানে গতকাল এই ভূমিকম্প আঘাত হানে যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৪। ভূমিকম্প আঘাত হানার পর জনগণের মধ্যে প্রচণ্ড রকমের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গতকাল সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পের ফলে কয়েকটি ভবন ধসে পড়ে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় স্থানীয় বাসিন্দাদের উপকূলীয় অঞ্চল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ বলেছে, ভূমিকম্পের পর ভূমধ্যসাগরের পানির উচ্চতা বেড়ে যেতে পারে।

গতকালের ভূমিকম্প জর্দান, ইসরাইল ও মিশর থেকেও টের পাওয়া গেছে। দুই সপ্তাহ আগে তুরস্ক-সিরিয়া সীমান্তে যে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল তাতে নিহতের সংখ্যায় এরইমধ্যে ৪৭ হাজার ছাড়িয়ে গেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ