নেতানিয়াহু'র বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদ
মহড়া প্রশিক্ষণ বয়কট করল ইসরাইলের রিজার্ভ পাইলটেরা
ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র কথিত বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে অংশ নিয়েছে বিমানবাহিনীর কয়েক ডজন রিজার্ভ পাইলট। তারা বলেছে, নেতানিয়াহুর বিতর্কিত কর্মসূচির প্রতিবাদে তারা একদিন প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না।
গতকাল (রোববার) এক চিঠিতে ৩৭ জন এফ-ফিফটিন জঙ্গিবিমানের পাইলট জানিয়েছে, নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার প্রতিবাদে তারা বুধবারের প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না।
ইসরাইলের সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার ক্ষেত্রে দীর্ঘদিনের যে নিয়ম গড়ে উঠেছিল ৩৭ পাইলটের এই প্রশিক্ষণ কর্মসূচি বয়কট করার মধ্যদিয়ে তার কার্যত অবসান ঘটলো। এটি ইসরাইলের সামগ্রিক ব্যবস্থার উপর মারাত্মক আঘাত হিসেবে দেখা হচ্ছে।
ইসরাইলের বিমান বাহিনীকে ইহুদিবাদী সরকারের কৌশলগত বাহু হিসেবে দেখা হয় এবং যুদ্ধের সময় রিজার্ভ পাইলটদের উপর ইসরাইল ব্যাপকভাবে নির্ভরশীল। ইসরাইলি বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার অংশ হিসেবে নিয়মিতভাবে তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিজার্ভ পাইলটদের প্রশিক্ষণ মহড়া বয়কট করা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে। এ বিষয়ে নেতানিয়াহুর দপ্তরের মন্তব্য জানার জন্য অনুরোধ করলে তারাও তাতে সাড়া দেয়নি।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৬