ইয়েমেন-সৌদি জোটের বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানালো জাতিসংঘ
(last modified Tue, 21 Mar 2023 10:14:49 GMT )
মার্চ ২১, ২০২৩ ১৬:১৪ Asia/Dhaka
  • হ্যান্স গ্রুন্ডবার্গ
    হ্যান্স গ্রুন্ডবার্গ

সানা ও সৌদি জোটের মধ্যে বন্দি-বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সোমবার রাতে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ওই চুক্তিকে স্বাগত জানান।

বার্তা সংস্থা ইরনা জানায়, জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন: ইয়েমেনে বিবদমান পক্ষগুলো গত সোমবার সুইজারল্যান্ডে তাদের ১০ দিনের বৈঠক শেষ করেছে। বৈঠকে উভয় পক্ষেই ৮৮৭ যুদ্ধবন্দির মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আগামি মে মাসে আরও বেশি যুদ্ধবন্দির মুক্তির বিষয়ে বৈঠক হবে বলে জানান গ্রুন্ডবার্গ। তিনি আশা প্রকাশ করেন যে ইয়েমেনিদের আটক প্রিয়জনদের অপেক্ষার প্রহর গোণার দিন দ্রুতই শেষ হবে।

ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের বন্দি বিষয়ক কমিটির প্রধান আবদুল কাদির আল-মুর্তজা বন্দি বিনিময় চুক্তির সত্যতা স্বীকার করেছেন। সোমবার রাতে তিনি ঘোষণা করেছেন: সৌদি জোটের ১৮১ জন বন্দির বিনিময়ে ইয়েমেনের ৭০৬ জন বন্দির মুক্তির বিষয়ে তারা সম্মত হয়েছে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ