সেনাবাহিনীতে বিদ্রোহ: সরকার ও নেতানিয়াহুর জন্য বড় বিপদ হিসেবে দখছেন বিশেষজ্ঞরা
(last modified Mon, 03 Apr 2023 12:13:34 GMT )
এপ্রিল ০৩, ২০২৩ ১৮:১৩ Asia/Dhaka
  •  সেনাবাহিনীতে বিদ্রোহ: সরকার ও নেতানিয়াহুর জন্য বড় বিপদ হিসেবে দখছেন বিশেষজ্ঞরা

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে চলমান বিক্ষোভের ১৩তম সপ্তাহের একই সময়ে ইহুদিবাদী যুবক যাদের হাতে সেনাবাহিনীতে তালিকাভুক্তির হওয়ার কাগজপত্র ছিল তারা সেই কাগজগুলো পুড়িয়ে সেনাবাহিনীতে চাকরি করা থেকে বিরত থেকেছে এবং বিদ্রোহ করেছে।

১৩ সপ্তাহ আগে থেকে ইসরাইলি জনগণ নেতানিয়াহুর মন্ত্রী সভার বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে আসছে। এই বিক্ষোভের প্রধান কারণ নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং ইসরাইলের সংসদ নেসেটের মাধ্যমে প্রস্তাবিত বিচারিক সংস্কার পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী বিচার ব্যবস্থার ক্ষমতা হ্রাস করা হবে এবং বিচারিক বিষয়ে নির্বাহী ও আইন প্রণেতাদের হস্তক্ষেপ বাড়ানো হবে। এই পরিকল্পনার বিরুদ্ধে কয়েক লাখ প্রতিবাদকারী মনে করেন যে নেতানিয়াহুর মন্ত্রিসভা বিচারিক অভ্যুত্থানের চেষ্টা করছে।

এই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদের ধারাবাহিকতায় ইয়েদিওত আহারোনট সংবাদপত্র এবং ইহুদি সরকার নিয়ন্ত্রিত টিভি-১২ চ্যানেল গতকাল ঘোষণা করেছে যে তেল আবিবসহ বিভিন্ন শহরে টানা ১৩ম সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং এতে প্রায় ২ লাখ মানুষ অংশগ্রহণ করেছে। 

বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার প্রতিবাদে সেনাবাহিনী থেকে বিপুল সংখ্যক সেনা পদত্যাগ করেছে। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় হিব্রু ভাষাার সংবাদ মাধ্যম ঘোষণা করেছে যে নেতানিয়াহু মন্ত্রিসভার নীতির বিরুদ্ধে প্রতিবাদে বিপুল সংখ্যক ইহুদিবাদী তরুণ সেনাবাহিনীতে নিয়োগের কাগজপত্র পুড়িয়ে দিয়েছে। 

এর আগে নেতানিয়াহু বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে কিছু রিজার্ভ বাহিনীকে সেনাবাহিনীতে প্রশিক্ষণ বা সেবা দিতে অস্বীকৃতি জানানোর সমালোচনা করে বলেছিলেন, আমরা আশা করি দেশের অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো এই বিষয়ে দৃঢ় অবস্থান নেবে। তিনি বলেন, সেনাবাহিনী ছাড়া দেশ চলতে পারে না। এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংস্কারের বিরোধিতা করার জন্য প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও বরখাস্ত করে বলেছেন, "ইসরায়েলি মন্ত্রিসভা এমন লোকদের সাথে চলতে পারে না যারা সেনাবাহিনীতে কাজ করতে অস্বীকার করে।" নেতানিয়াহুর এই পদক্ষেপের ফলে আরও অসংখ্য সৈন্য বিক্ষোভকারীদের সাথে যোগ দেয় যার ফলে ইহুদিবাদী শাসকের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধমন্ত্রী  গ্যালান্টকে ফিরিয়ে আনার জন্য চাপের মধ্যে রয়েছেন।

সেনাবাহিনীতে বিদ্রোহ সৃষ্টিতে ইসরাইলি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে  তারা একে গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছেন। সৈন্যদের পাশাপাশি বিদ্রোহী যুবকরা ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী সমাজের অংশ এবং বিচারিক অভ্যুত্থানের বিরুদ্ধে তারা জনগণের সাথে আছে। সেনাবাহিনীর একটি অংশ জনগণের সাথে যোগদানের ফলে সেনাবাহিনীতে বিভক্তি সৃষ্টি হয়েছে কারণ সেনাবাহিনীর  অন্য একটি অংশও নেতানিয়াহুর মন্ত্রিসভাকে সমর্থন করে। 

এ বিষয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান এবং ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের সিইও মেজর জেনারেল তামির হাইম্যান সামরিক বাহিনীতে বিভক্তির বিষয়ে সতর্ক করে বলেছেন,  চলমান বিক্ষোভ দেশের জন্য নিরাপত্তা হুমকিতে পরিণত হতে পারে কারণ সামরিক বাহিনীতে কেউ কেউ বিভক্ত হতে শুরু করেছে। হাইম্যানের মতে, গণ-আন্দোলন সামরিক ইউনিটের মধ্যে বিভাজন গভীর করতে পারে এবং এ বিভাজন আরও গভীরতর করে তুলতে পারে।"#

পার্সটুডে/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।