নাবলুস শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসন, দুই ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i121452
অধিকৃত ফিলিস্তিনের নাবলুস শহরে বর্বর ইহুদিবাদী সেনাদের নতুন আগ্রাসনে আরও দুই তরুণ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেছে এবং তার অংশ হিসেবে এই দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হলেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ০৩, ২০২৩ ১৮:২৫ Asia/Dhaka

অধিকৃত ফিলিস্তিনের নাবলুস শহরে বর্বর ইহুদিবাদী সেনাদের নতুন আগ্রাসনে আরও দুই তরুণ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেছে এবং তার অংশ হিসেবে এই দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হলেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা এক রিপোর্টে জানিয়েছে, আজ সোমবার সকালের দিকে ইহুদিবাদী সেনারা নাবলুস শহরে আগ্রাসন শুরু করলে ফিলিস্তিনিরা তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ যে দুই তরুণ শহীদ হয়েছেন তাদের নাম মোহাম্মাদ নাসের সাঈদ এবং মোহাম্মাদ আবু বকর জুনায়িদি। দুই জনকেই গুলি করে হত্যা করা হয়।

দুই তরুণ গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হলে তাদেরকে রাফিদা সার্জিক্যাল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নাবলুস স্পেশালিটি হসপিটালে নেয়া হয়। সেখানে দুই তরুণকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই হাসপাতালেও হামলা চালায় ইহুদিবাদী সেনারা।# 

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।