আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানাল আরব লীগ
(last modified Thu, 06 Apr 2023 08:15:46 GMT )
এপ্রিল ০৬, ২০২৩ ১৪:১৫ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানাল আরব লীগ

পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। ওই হামলার বিষয়ে গতকাল (বুধবার) এক জরুরি বৈঠকে মিলিত হয় ২২ আরব দেশের সংস্থাটি।

বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আল-আকসা মসজিদে অসহায় মুসল্লিদের ওপর দখলদার সেনাদের অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থাপনাগুলোর ওপর দখলদার ইহুদিবাদী সরকারের যেকোনো সহিংস আচরণ ও হামলার নিন্দা জানাই।”

মঙ্গলবার (৪ এপ্রিল) গভীর রাতে ভারী অস্ত্রসস্ত্রে সজ্জিত কয়েক ডজন ইসরাইলি সেনা আল-আকসা মসজিদে হানা দেয়। এ সময় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ কয়েকশ’ ফিলিস্তিনি পবিত্র রমজান মাসে রাত জেগে আল্লাহ তায়ালার ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন।  তাদের অনেকেই ছিলেন ইতিকাফরত।

মানবতার শত্রু ইসরাইলি সেনারা প্রথমে টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করতে করতে আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে। এরপর তারা আতঙ্কিত মুসল্লিদের বন্দুকের বাট ও বাটন দিয়ে বেদম প্রহার করে এবং আহত অবস্থায় বহু মুসল্লিকে আটক করে। এ ঘটনার সময় মোবাইল ফোনে ধারন করা ভিডিওতে দেখা যায়, ইসরাইলি সেনারা নির্দয়ভাবে মুসল্লিদের পেটাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে সাহায্যের আবেদন জানিয়ে নারী ও শিশুদের আর্তচিৎকার ভেসে আসছে।

আরব লীগের বিবৃতিতে ওই হামলাকে জাতিসংঘ ঘোষণা, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই হামলায় বিশ্বের প্রতিটি স্থানের বিশ্বাসী মানুষদের অনুভূতিতে আঘাত লেগেছে। আর এ ধরনের হামলা বন্ধ করা না গেলে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপদগ্রস্ত হবে বলে আরব লীগের বিবৃতিতে উল্লেখ করা হয়।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ