নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে লোকজনকে উৎসাহিত করছে মোসাদ 
https://parstoday.ir/bn/news/west_asia-i121746-নেতানিয়াহুর_বিরুদ্ধে_বিক্ষোভে_অংশ_নিতে_লোকজনকে_উৎসাহিত_করছে_মোসাদ
ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত বিচার বিভাগের সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে জনগণকে উৎসাহিত করে তুলছে গুপ্তচর সংস্থা মোসাদ। এমনকি খোদ এই সংস্থার কর্মীদেরকেও একইভাবে অনুপ্রাণিত করা হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১০, ২০২৩ ০৯:৩৩ Asia/Dhaka
  • নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে লোকজনকে উৎসাহিত করছে মোসাদ 

ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত বিচার বিভাগের সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে জনগণকে উৎসাহিত করে তুলছে গুপ্তচর সংস্থা মোসাদ। এমনকি খোদ এই সংস্থার কর্মীদেরকেও একইভাবে অনুপ্রাণিত করা হচ্ছে।

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন থেকে ফাঁস হওয়া ডকুমেন্টে এসব কথা বলা হয়েছে। ফাঁস হওয়া এই ডকুমেন্ট গত শনিবার নিউ ইয়র্ক টাইমসের হাতে পড়েছে। এতে দেখা যায়- মোসাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তাদের অধস্তন কর্মীদের সরকার-বিরোধী বিক্ষোভে অংশ নেয়ার জন্য প্ররোচণা দিচ্ছেন। ফাঁস হওয়া এই তথ্যে ইহুদিবাদী ইসরাইলের গোঁড়াবাদী সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। 

ফাঁস হওয়া ডকুমেন্টে দেখা যায়- ইসরাইলের বর্তমান এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক সঙ্কটে মোসাদ নেতাদের সরাসরি জড়িত না হওয়ার ঐতিহ্য ভেঙে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। 

গত পহেলা মার্চ এই মূল্যায়ন প্রকাশ করা হয়। ওই দিন মোসাদের সাবেক পাঁচ প্রধান নেতানিয়াহুর বিতর্কিত সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন। এছাড়া মোসাদের বর্তমান প্রধান ডেভিড বারনেয়া ওইদিন নিচের পর্যায়ের কর্মকর্তা ও মোসাদ স্টাফদেরকে বিক্ষোভ অংশ নেয়ার অনুমতি দেন।

তবে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এই রিপোর্টকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১০