ইয়েমেন-সৌদি শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আশাবাদী হুথি আনসারুল্লাহ
(last modified Wed, 12 Apr 2023 09:38:11 GMT )
এপ্রিল ১২, ২০২৩ ১৫:৩৮ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি আরব ও ওমানের প্রতিনিধিদল
    ইয়েমেনে সৌদি আরব ও ওমানের প্রতিনিধিদল

ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ব্যাপারে ওমানের মধ্যস্থতাকারী দলের চেষ্টার প্রশংসা করে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, তারা শান্তি প্রক্রিয়া নিয়ে ওমানের মধ্যস্থতার বিষয়ে আশাবাদী।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে মাস্কাট যে ভূমিকা পালন করছে তাতে আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য আলী আল কহুম বলেন, সৌদি প্রতিনিধিদলের সঙ্গে ওমানের মধ্যস্থতাকারী দলের শান্তি আলোচনা দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

তিনি বলেন, "ওমানের প্রতিনিধিদল ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে মে চেষ্টা চালাচ্ছে তা প্রশংসারযোগ্য। গঠনমূলকভাবে আলোচনা এগোচ্ছে এবং আমরা শান্তির ব্যাপারে আশাবাদী।"

আলী আল কুহুম বলেন, "শান্তির ব্যাপারে সানার দরজা একেবারেই উন্মুক্ত। মানবিক সংকট দূর করা, সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ বন্ধ করা এবং ইয়েমেনের উপর থেকে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করার বিষয়গুলো এখন সানার কাছে প্রাধান্য পাচ্ছে।"#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১২

ট্যাগ