আল-আকসা মসজিদে ইহুদিদের প্রবেশে নেতানিয়াহুর নিষেধাজ্ঞার কারণ
(last modified Thu, 13 Apr 2023 04:50:58 GMT )
এপ্রিল ১৩, ২০২৩ ১০:৫০ Asia/Dhaka

পবিত্র রমজান মাসের শেষ পর্যন্ত ইহুদিদের আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী। আল-আকসা মসজিদে মুসল্লি ও এতেকাফকারীদের ওপর ইহুদি সেনাদের হামলার ঘটনায় সংঘাত বৃদ্ধি পাওয়ায় নেতানিয়াহু পিছু হটতে বাধ্য হয়ে ওই নির্দেশ দিলো।

ইসরাইলের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের পরামর্শ অনুসারে নেতানিয়াহু ঘোষণা করেছেন: রমজান শেষ না হওয়া পর্যন্ত ইহুদিদের আল-আকসা মসজিদে প্রবেশের অধিকার নেই। ইসরাইলের চ্যানেল-১২ এ সম্পর্কে এক প্রতিবেদনে জানিয়েছে: নেতানিয়াহু পুলিশ বাহিনীকে গতকাল আদেশ দিয়েছে রমজান শেষ না হওয়া পর্যন্ত ইহুদি বসতি স্থাপনকারীদেরকে আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিতে।

দুটি কারণে নেতানিয়াহু এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথমত ফিলিস্তিনীদের সঙ্গে বিশেষ করে প্রতিরোধ গোষ্ঠিগুলোর সঙ্গে ভেতরে-বাইরে সংঘাতের আশঙ্কা কমবে। তা না হলে সংঘাতের জন্য নেতানিয়াহুকে অনেক মূল্য দিতে হবে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থিরা যদি বিক্ষোভ দেখায় তাহলে জোট মন্ত্রিসভার অবস্থা নড়বড়ে হয়ে যাবে।।

তাছাড়া গত কয়েকদিন ধরে, উগ্রপন্থী ইহুদি এবং বসতি স্থাপনকারীরা পাস-ওভার উৎসব উপলক্ষে দলে দলে আল-আকসা মসজিদ পরিদর্শন করছিল। গেল সপ্তার অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় এরকম পরিদর্শন অব্যাহত থাকলে নতুন করে সংঘাত বেধে যেতে পারে।

কেননা এরইমধ্যে ফিলিস্তিন ইসলামি আওকাফ ঘোষণা করেছে: ১ হাজার ৫৩১ ইহুদি অধিবাসী ২৩টি দলে বিভক্ত হয়ে মাসজিদুল আকসার পশ্চিম প্রান্ত দিয়ে হামলা করেছে। ইহুদি বসতি স্থাপনকারীরা সকাল ৭ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত একটানা আল-আকসা মসজিদে জড়ো হয়। তাদের সঙ্গে কট্টর ইহুদি রাব্বি ইয়াহুদা গ্লিকও ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ কারণে নেতানিয়াহু ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কারণটি হলো প্রতিরোধ আন্দোলন হামাস এবং জিহাদসহ অন্যান্য গোষ্ঠি ফিলিস্তিনীদেরকে রমজানের শেষ ১০ দিন মাসজিদুল আকসায় গণহারে উপস্থিত হবার আহ্বান জানিয়েছে। নামাজ এবং এতেকাফের জন্য এই আহ্বান জানানো হলেও এর মাধ্যমে মাসজিদুল আকসা বিরোধী ইসরাইলি ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়াও লক্ষ্য ছিল। যাই হোক নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে প্রতিরোধ শক্তিগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অপরদিকে নেতানিয়াহুর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বিন গাভীর বলেছে: আল-আকসা মসজিদে আক্রমণ না করার নির্দেশ একটি গুরুতর ভুল। এই সিদ্ধান্তকে আত্মসমর্পন বলে মন্তব্য করেছে নিরাপত্তা মন্ত্রী।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ