সারা বিশ্বে কুদস দিবসের র‍্যালি, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত
(last modified Sat, 15 Apr 2023 08:12:23 GMT )
এপ্রিল ১৫, ২০২৩ ১৪:১২ Asia/Dhaka
  • সারা বিশ্বে কুদস দিবসের র‍্যালি, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত

আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে গতকাল (শুক্রবার) সারা বিশ্বের লাখ লাখ মানুষ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। এর মধ্য দিয়ে তারা সারা বিশ্বের কাছে এটি স্পষ্ট করেছেন যে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা একা নন।

গতকাল আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বাইরে বিশ্বের বহু দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহর ডাকে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পবিত্র আল-আকসা মসজিদ, অধিকৃত পশ্চিম তীর, গাজা উপত্যকা, লেবানন, কিংবা সিরিয়ার বিষয়ে কোনরকমের ভুল পদক্ষেপ নিলে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। নাইজেরিয়ার আবুজা শহরে কুদস দিবসের মিছিলে পুলিশ হামলা চালালে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। নিহত ব্যক্তির বুকে গুলি লাগে।

ইরাকের রাজধানীর বাগদাদের ফিলিস্তিন স্ট্রিটে আয়োজিত এক সমাবেশে বক্তৃতা করেন ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা। তিনি বলেন, “আমরা আমাদের ধর্ম এবং পবিত্র স্থানকে রক্ষা করব, ফিলিস্তিন চিরদিনের জন্য মুক্ত না হওয়া পর্যন্ত আমরা লড়াই বন্ধ করব না।”

এই সমাবেশে বক্তব্য রাখেন ইরাকের প্রতিরোধকামী সংগঠন হারাকাত হিজবুল্লাহ আল-নুজাবার মহাসচিব আকরাম আল-কাবি। এদিকে, প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে গতকাল ইয়েমেনের রাজধানীর সানায় লাখ লাখ মুসলমান ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন। সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়, ইয়েমেনি যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ