পররাষ্ট্রনীতিতে ইতিবাচক পরিবর্তনে রিয়াদের অগ্রযাত্রা অব্যাহত
(last modified Thu, 20 Apr 2023 11:07:12 GMT )
এপ্রিল ২০, ২০২৩ ১৭:০৭ Asia/Dhaka

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ ১২ বছর পর গত ১৮ এপ্রিল দামেস্ক সফরে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে আলাপ-আলোচনা করতে দামেস্ক সফরে গেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি আরবের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন দ্রুত গতিতে এগিয়ে চলছে। গত মাসে সৌদি আরব ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং তেহরানে দূতাবাস পুনরায় চালু করার ব্যাপারে একমত হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধের অবসান ঘটাতে সানার সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে রিয়াদ। এ বিষয়ে সম্প্রতি সৌদি আরব ও ইয়েমেনসহ যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে বন্দি বিনিময় হয়েছে। 

এসব পরিবর্তনের পর সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে সৌদি সরকারের এজেন্ডায় স্থান পায়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ তার সৌদি প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। এর জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফারহান দামেস্ক সফরে এসে ফয়সাল আল মিকদাদের সঙ্গে সাক্ষাৎ করেন।  

দামেস্ক এবং রিয়াদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করার ব্যাপারে এমন সময় উদ্যোগ নেয়া হচ্ছে যখন গত ১২ বছর ধরে সৌদি আরব সিরিয়ার সরকার বিরোধী দলের পাশাপাশি কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে সর্বাত্মক আর্থিক, সামরিক এবং রাজনৈতিক সহায়তা প্রদান করে আসছে। ব্যাপক ভিত্তিক সমর্থনের জন্য সৌদি সরকারের মূল লক্ষ্য ছিল সিরিয়ায় বাশার আল আসাদকে উৎখাত করা।

ফয়সাল বিন ফারহানের এমন সময় সিরিয়া সফর হচ্ছে যখন আরব লীগে সিরিয়াকে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করতে সৌদি আরব পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির সদস্য দেশগুুলো এবং মিশর, জর্ডান এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি পরামর্শমূলক বৈঠকের আয়োজন করছে । 

অতএব মনে করা হচ্ছে যে ফয়সাল বিন ফারহানের সিরিয়া সফর একদিকে তার সিরিয়ার প্রতিপক্ষের জেদ্দায় সফরের প্রতিক্রিয় হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে এটি আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনের বিষয়ে যে উন্নয়ন ঘটছে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। এটা আরো ধারনা করা হচ্ছে  যে সৌদিরা আরব লীগের আসন্ন বৈঠকে সিরিয়ার অংশগ্রহণের জন্য মাঠ প্রস্তুত করার চেষ্টা করছে।

প্রিন্স ফয়সালের সফর সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য রিয়াদের আগ্রহের বহিঃপ্রকাশ। সিরিয়ার চলমান সংকটের অবসান হলে দেশটিতে ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং দেশটির আরব পরিচয় সংরক্ষিত থাকবে। তাই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফরের সময় সিরিয়ার সঙ্কট সংক্রান্ত আলোচনা এবং রিয়াদের পক্ষ থেকে সিরিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানের বিষয়টিও অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে। #

পার্সটুডে/এমবিএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ