ইরান-সৌদি সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ সাহসী পদক্ষেপ 
(last modified Thu, 20 Apr 2023 11:48:43 GMT )
এপ্রিল ২০, ২০২৩ ১৭:৪৮ Asia/Dhaka
  • হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম
    হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম। গতকাল (বুধবার) এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এই প্রশংসা করেন তিনি এবং লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল তার বক্তব্য সম্প্রচার করেছে।

শেখ নাঈম কাসেম বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চল শান্তি, স্থিতিশীলতা এবং সংকটের রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার এই চুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইরান ও সৌদি আরব রাজনৈতিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য যে সমঝোতায় পৌঁছেছে তা দুই দেশের এবং মধ্যপ্রদেশের অন্য দেশগুলোর জন্য সুবিধা বয়ে আনবে।
হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের এ নেতা বলেন, আঞ্চলিক ঘটনাবলী যেভাবে এগিয়ে যাচ্ছিল তার পথ পরিবর্তন করে দিয়েছে ইরান ও সৌদি আরবের এই চুক্তি। বিশেষ করে ইহুদিবাদী ইসরাইল যখন ইরানকে মোকাবেলার জন্য আঞ্চলিক বিভিন্ন দেশকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছিল তখন এই চুক্তি তাদের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে।শেখ নাঈম কাসেম বলেন, সিরিয়া এবং ইয়েমেনের সংকটও সমাধানের পথে রয়েছে। মধ্যপ্রাচ্য অচঞ্চল যে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে- এগুলো তার উদাহরণ।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ