উচ্চ পর্যায়ের বৈঠক করতে ওমান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i122426
ওমানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করার লক্ষ্যে দেশটি সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদর আলবুসাঈদির আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল (মঙ্গলবার) আমির-আব্দুল্লাহিয়ান মাস্কাটে পৌঁছান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২৬, ২০২৩ ০৯:৪৪ Asia/Dhaka
  • হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ওমানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করার লক্ষ্যে দেশটি সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদর আলবুসাঈদির আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল (মঙ্গলবার) আমির-আব্দুল্লাহিয়ান মাস্কাটে পৌঁছান।

এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ওমানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় কখনও কখনও পরোক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে ওমান।

মঙ্গলবার মাস্কাটে পৌঁছেই স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আমির-আব্দুল্লাহিয়ান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, দু’দেশের মধ্যে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের লক্ষ্যে অদূর ভবিষ্যতে তেহরান ও মাস্কাটের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ওমান সব সময় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় গঠনমূলক ভূমিকা পালন করেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে বলে জানান আমির-আব্দুল্লাহিয়ান।

চলতি সফরে লেবানন যাওয়ারও কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, আমির-আব্দুল্লাহিয়ান আজ (বুধবার) বৈরুতে পৌঁছাবেন। ওই সফরে তিনি লেবাননের  প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, পররাষ্ট্রমন্ত্রী আব্দাল্লাহ বু হাবিব এবং পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।