হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
https://parstoday.ir/bn/news/west_asia-i122508-হিজবুল্লাহ_নেতা_হাসান_নাসরুল্লাহর_সঙ্গে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_বৈঠক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান লেবাননে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে দেখা করেছেন। লেবানন, ফিলিস্তিন প্রসঙ্গসহ ইরানের সঙ্গে সৌদি আরবের চুক্তি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে তারা আলোচনা করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৮, ২০২৩ ১৬:০০ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান ও হাসান নাসরুল্লাহ
    আমির আব্দুল্লাহিয়ান ও হাসান নাসরুল্লাহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান লেবাননে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে দেখা করেছেন। লেবানন, ফিলিস্তিন প্রসঙ্গসহ ইরানের সঙ্গে সৌদি আরবের চুক্তি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে তারা আলোচনা করেন।

ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বর্তমানে বৈরুত সফরে রয়েছেন। তার্ অবকাশে তিনি হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে সাক্ষাত করেন।

সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতিসহ সৌদি আরবের সঙ্গে ইরানের সমঝোতা ও কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হবার প্রভাব নিয়ে দুই নেতা কথা বলেন। এ অঞ্চলের দেশগুলো বিশেষ করে লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি এবং ফিলিস্তিনে চলমান পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

বৈঠকে বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিসহ পদস্থ অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।