সন্দেহভাজন সাইবার হামলার পর ইসরাইলে বিদ্যুৎ বিভ্রাট
https://parstoday.ir/bn/news/west_asia-i122540-সন্দেহভাজন_সাইবার_হামলার_পর_ইসরাইলে_বিদ্যুৎ_বিভ্রাট
ইহুদিবাদী ইসরাইলে সাইবার হামলাকারী একটি গোষ্ঠী দাবি করেছে, তাদের হামলার পর ইসরাইলের বিভিন্ন শহরে বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ‘দি অ্যানোনিমাস সুদান’ নামে একটি হ্যাকার গ্রুপ বৃহস্পতিবার এই হামলার দায় স্বীকার করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৯, ২০২৩ ১৩:০৭ Asia/Dhaka
  • সন্দেহভাজন সাইবার হামলার পর ইসরাইলে বিদ্যুৎ বিভ্রাট

ইহুদিবাদী ইসরাইলে সাইবার হামলাকারী একটি গোষ্ঠী দাবি করেছে, তাদের হামলার পর ইসরাইলের বিভিন্ন শহরে বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ‘দি অ্যানোনিমাস সুদান’ নামে একটি হ্যাকার গ্রুপ বৃহস্পতিবার এই হামলার দায় স্বীকার করে।

গ্রুপটি দাবি করেছে, তাদের সাইবার হামলার কারণে ইহুদিবাদী ইসরাইলের বিদ্যুৎ ব্যবস্থায় বিভ্রাট ঘটেছে। গত কয়েক সপ্তাহ ধরে এই গ্রুপটি ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে অ্যানোনিমাস সুদান বলেছে, "বিদ্যুৎ খাতে সাইবার হামলা নিতান্তই একটি মজা করা। আমরা তোমাদেরকে আরো অনেক কিছুই দেখাবো।"

ওই পোস্টে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, "আমরা এখনো তোমাদের সাথে খেলছি, শিগগিরই তোমরা ইন্টারনেটের সংযোগ হারাবে। বিদ্যুতের মতো ইসরাইলের ইন্টারনেটকে আমরা বিপর্যস্ত করব।"

ইসরাইলের বিদ্যুৎ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেয়ার পর তেল আবিবে এর বড় প্রভাব পড়ে। ইসরাইলের পার্লামেন্ট নেসেট এবং মন্ত্রণালয়গুলোর কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়।

এদিকে, ইসরাইলের একটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি জানিয়েছে যে, হাইফা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। বিদ্যুৎ কোম্পানির এক মুখপাত্র এই সংকটের কথা নিশ্চিত করেছেন তবে তিনি সাইবার হামলার কথা অস্বীকার করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৯