আরেকটি যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ক্ষমতা ইসরাইলের নেই: আলি শামখানি
https://parstoday.ir/bn/news/west_asia-i122898-আরেকটি_যুদ্ধের_পরিণতি_সামাল_দেওয়ার_ক্ষমতা_ইসরাইলের_নেই_আলি_শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন: জ্যাক সুলিভানের স্বীকারোক্তির অর্থ হল আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনা এবং জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল এবং থাকবে। এর পরিণতির দায়ভারও অবশ্যই তাদেরকে নিতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৭, ২০২৩ ১২:৫৫ Asia/Dhaka

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন: জ্যাক সুলিভানের স্বীকারোক্তির অর্থ হল আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনা এবং জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল এবং থাকবে। এর পরিণতির দায়ভারও অবশ্যই তাদেরকে নিতে হবে।

আলী শামখানি তার ব্যক্তিগত টুইটার পেইজে লিখেছেন: জেক সুলিভান বলেছেন; ইরান যদি পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে, আমেরিকা তা মোকাবেলায় ইসরাইলের স্বাধীনতাকে স্বীকৃতি দেবে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সম্প্রতি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেছেন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন: ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত হবে না।

জ্যাক সুলিভান

ওয়াশিংটনের একটি থিঙ্ক ট্যাঙ্কে দেওয়া সাম্প্রতিক এক বক্তৃতায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন: তিনি তার ইসরাইলি সমকক্ষের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেছিলেন। কনফারেন্স চলাকালে এমনকি নেতানিয়াহু নিজেও ওই কথোপকথনের একটি অংশে যুক্ত হয়েছিলেন। সুলিভান বলেছেন ইরানের কথিত পারমাণবিক তৎপরতা ঠেকাতে ওয়াশিংটন ইসরাইলসহ তার মিত্রদের সার্বিক সহযোগিতা দেবে। ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইউয়াফ গালান্তও নিজেদের অভ্যন্তরীণ সংকটের কথা বিবেচনায় না নিয়ে বলেছিলেন: ইসরাইল যে-কোনো উপায়ে ইরানের পারমাণবিকীকরণ রোধ করবে। জাতিসংঘ  নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে বারবার প্রতিবেদন দেওয়ার পরও ইসরাইল এ ধরনের মন্তব্য করছে। ইরানও যথারীতি বলে আসছে কোনোরকম চাপের মুখে ইরান তাদের বৈধ অধিকার আদায় করা থেকে বিরত হবে না এবং আঞ্চলিক প্রতিরোধ শক্তিগুলোকে সহায়তা দিয়ে যাবে। সেইসঙ্গে ইসরাইলের যে-কোনো হঠকারিতার বিরুদ্ধে কঠোর জবাব দেবে। পর্যবেক্ষক মহলের বিশ্বাস ইহুদিবাদী শাসকগোষ্ঠী একটি যুদ্ধে প্রবেশ করার ক্ষমতা রাখে না। কারণ যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই।

তবে আমেরিকা কিংবা ইহুদিবাদী ইসরাইল যা-ই বলুক না কেন, ইরানের পরমাণু কর্মসূচি যে সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না সে কথা ইরান বরাবর্ বলে এসেছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে পরমাণু শক্তির বিচিত্র ব্যবহারের কথা চিন্তা করেই ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দেশের স্বার্থেই শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।