আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন; সংলাপের আহ্বান জানাল দামেস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i122926-আরব_লীগে_সিরিয়ার_প্রত্যাবর্তন_সংলাপের_আহ্বান_জানাল_দামেস্ক
সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। একইসঙ্গে আরব বিশ্বের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এসব দেশের মধ্যে সংলাপ অনুষ্ঠান ও সম্মিলিত পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে দেশটি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২৩ ০৯:৪৫ Asia/Dhaka
  • সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ভবন
    সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ভবন

সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। একইসঙ্গে আরব বিশ্বের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এসব দেশের মধ্যে সংলাপ অনুষ্ঠান ও সম্মিলিত পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে দেশটি।

গতকাল (রোববার) মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের এক বিশেষ অধিবেশনে সিরিয়াকে এই লীগে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পরপরই সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ আহ্বান জানায়।

কায়রো বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে সিরিয়া আরব লীগের সকল কার্যক্রমে আগের মতো স্বাভাবিকভাবে অংশ নিতে পারবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আরব লীগের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংলাপ ও যৌথ পদক্ষেপের বিকল্প নেই। বিবৃতিতে বলা হয়, আরব বিশ্বে ঐক্য ও সংহতি শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সিরিয়া।

এর আগে রোববার দীর্ঘ ১২ বছর পর সিরিয়াকে সদস্য পদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় আরব লীগ। মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের সদর দপ্তরে সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৯ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উপস্থিত থাকবেন বলে ব্যাপকভাবে ধারনা করা হচ্ছে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর বাশার আল-আসাদের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরব লীগ অন্যায়ভাবে সিরিয়াকে এ সংস্থা থেকে বহিষ্কার করে। ১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।