ফিলিস্তিনের গাজায় নেতানিয়াহুর ভুল হিসাব-নিকাশ
(last modified Sun, 14 May 2023 04:54:45 GMT )
মে ১৪, ২০২৩ ১০:৫৪ Asia/Dhaka

গাজায় বর্বরোচিত হামলার ক্ষেত্রে এবারও হিসাব-নিকাশে ভুল করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, চারটি কারণে গাজার ওপর নতুনকরে ঝাঁপিয়ে পড়েছিল নেতানিয়াহু।

এক-ইসরাইলের প্রতিরক্ষা শক্তি পুনরুজ্জীবিত করা, দুই- অভ্যন্তরীণ সংকট থেকে মুক্তি, তিন-ক্ষমতাসীন জোটের ভাঙন ঠেকিয়ে ঐক্য প্রতিষ্ঠা এবং চার-রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতির উন্নয়ন। সাইয়্যেদ নাসরুল্লাহ'র মতে, নেতানিয়াহু এ ক্ষেত্রে হিসাব-নিকাশে ভুল করেছেন। কিন্তু কেন?

প্রথম পয়েন্ট হলো, গত চার মাস ধরে ইসরাইলের সেনাবাহিনীতে এক ধরণের ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। সেনাবাহিনীর অনেক সদস্যই সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। গাজায় যুদ্ধ বাধিয়ে সেনাবাহিনীর এমন ভাঙন কখনোই ঠেকানো সম্ভব নয়।

দ্বিতীয় পয়েন্ট- গত জানুয়ারি মাসে নেতানিয়াহু ক্ষমতায় এসেছেন। এরপর টানা ১৮ সপ্তাহ ধরে প্রতি শনিবার লাখ লাখ মানুষ সরকার-বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন। নেতানিয়াহু'র গাজা যুদ্ধ এই সংকটের ইতি ঘটাতে পারবে না, কারণ এর আগেও দেখা গেছে গাজায় হামলার মধ্যদিয়ে ইসরাইলের সামরিক ও রাজনৈতিক দুর্বলতাই আরও স্পষ্টতর হয়েছে।

তৃতীয় পয়েন্টটি হচ্ছে, নেতানিয়াহু ভেবেছিলেন ইসলামি জিহাদের কমান্ডারদের হত্যার মাধ্যমে যুদ্ধ বাধালে সেখানে হামাসের সক্রিয় উপস্থিতি থাকবে না। কিন্তু হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসন মোকাবেলার ঘোষণা দেওয়ায় ইসরাইলি বাহিনী হতাশ হয়ে পড়েছে।

চতুর্থ পয়েন্ট হলো- ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভেবেছিলেন কয়েক জন কমান্ডারের শাহাদাতে ইসলামি জিহাদ আন্দোলন ভেঙে পড়বে এবং যুদ্ধ পরিচালনার ক্ষমতা হারাবে। কিন্তু তার হিসাব-নিকাশের বিপরীতে ইসলামি জিহাদ আন্দোলন ঠাণ্ডা মাথায় আগ্রাসনের জবাব দিয়েছে। এ বিষয়ে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিন তথা এই অঞ্চলের প্রতিরোধ ফ্রন্টের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা দ্রুততম সময়ের মধ্যে নিজেদের ক্ষতি পুষিয়ে সব কিছু গুছিয়ে নিতে পারে। এ কারণে এবারও প্রতিরোধ আন্দোলনের কয়েক জন কমান্ডার শহীদ হওয়ার পরও তারা দুর্বল হয়নি বরং শহীদদের পবিত্র রক্ত তাদের সংগ্রামে গতি এনে দিয়েছে। ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেডস অতি দ্রুত তাদের কমান্ড ব্যবস্থার ক্ষতি পুষিয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে শত্রুদেরকে হতভম্ব করে দিতে পেরেছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ