গাজা যুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রমাণিত হয়েছে: ইয়েমেন
(last modified Wed, 17 May 2023 11:21:20 GMT )
মে ১৭, ২০২৩ ১৭:২১ Asia/Dhaka
  • গাজা যুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রমাণিত হয়েছে: ইয়েমেন

ইয়েমেনের প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর জোট 'লিলইকা আল মুশতারিক' বলেছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র শক্তি আবারও প্রমাণিত হয়েছে। একইসঙ্গে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম'-এর ব্যর্থতা আরও বেশি স্পষ্ট হয়েছে।

রাজধানী সানায় গতকাল (মঙ্গলবার) ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের দপ্তরে গিয়ে এ মন্তব্য করেছেন ঐ রাজনৈতিক জোটের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের সদস্যরা সাম্প্রতিক গাজা যুদ্ধে বিজয়ের জন্য ইসলামি জিহাদ আন্দোলনকে শুভেচ্ছা জানান।

তারা আরও বলেন, ফিলিস্তিন হচ্ছে গোটা মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এ ক্ষেত্রে কোনো ধরণের ছাড় দেওয়ার অর্থ হচ্ছে মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

এ সময় সানায় অবস্থিত ইসলামি জিহাদ আন্দোলনের দপ্তরের প্রধান আহমাদ বারাকা ইয়েমেনের রাজনৈতিক প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের ধারা অব্যাহত থাকবে। সংগ্রাম এখনও শেষ হয়নি।

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।