'বাইরের হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক সংকট সুরাহার সুযোগ নিন'
https://parstoday.ir/bn/news/west_asia-i123384-'বাইরের_হস্তক্ষেপ_ছাড়াই_আঞ্চলিক_সংকট_সুরাহার_সুযোগ_নিন'
এক যুগ পর আরব লীগের শীর্ষ সম্মেলনে আবার ভাষণ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আমেরিকার কঠোর বিরোধিতা উপেক্ষা করে সৌদি আরবের জেদ্দায় শুক্রবার অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট আসাদ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২০, ২০২৩ ১০:০৯ Asia/Dhaka

এক যুগ পর আরব লীগের শীর্ষ সম্মেলনে আবার ভাষণ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আমেরিকার কঠোর বিরোধিতা উপেক্ষা করে সৌদি আরবের জেদ্দায় শুক্রবার অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট আসাদ।

এ সময় তিনি ‘বিদেশি হস্তক্ষেপ ছাড়াই’ আঞ্চলিক ইস্যুগুলো নিষ্পত্তি করার আহ্বান জানান। প্রেসিডেন্ট আসাদ বলেন, “বিদেশিদের ন্যুনতম হস্তক্ষেপ ছাড়ই আমাদের সামনে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে।”

সিরিয়ার প্রেসিডেন্ট আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, এখন থেকে আরব দেশগুলো যুদ্ধ ও ধ্বংসকে পেছনে ফেলে উন্নয়ন ও অগ্রগতির এক নয়া অধ্যায় শুরু করতে পারে।

সম্মেলনে দেয়া ভাষণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উপস্থিতিকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। তিনি বলেন, “প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উপস্থিতিতে আমরা আনন্দিত।” আরব বিশ্বে সিরিয়ার প্রত্যাবর্তনের ফলে দেশটিতে ‘স্থিতিশীলতা’ ফিরে আসবে বলেও সৌদি যুবরাজ আশা প্রকাশ করেন। সম্মেলনের অবকাশে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।