সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ করলো ইসলামি প্রজাতন্ত্র ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i123528-সৌদি_আরবে_রাষ্ট্রদূত_নিয়োগ_করলো_ইসলামি_প্রজাতন্ত্র_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী সৌদি আরবে একজন সিনিয়র কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। চীনের মধ্যস্থতায় গত মার্চ মাসে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সই হওয়ার পর রাষ্ট্রদূত নিয়োগের এই পদক্ষেপ নিল তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৩, ২০২৩ ১৭:৪৮ Asia/Dhaka
  • সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ করলো ইসলামি প্রজাতন্ত্র ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী সৌদি আরবে একজন সিনিয়র কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। চীনের মধ্যস্থতায় গত মার্চ মাসে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সই হওয়ার পর রাষ্ট্রদূত নিয়োগের এই পদক্ষেপ নিল তেহরান।

গতকাল (সোমবার) ইরান সিনিয়র কূটনীতিক আলী রেজা এনায়েতিকে নতুন রাষ্ট্রদূত হিসেবে সৌদি আরবে নিয়োগ দেয়ার কথা ঘোষণা করে। এর আগে তিনি কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এবং পারস্য উপসাগরীয় অঞ্চল বিষয়ক ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে কাজ করেছেন।

সৌদি আরব এবং ইরান দীর্ঘ আলোচনার পর গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুসারে- দুই মাসের মধ্যে দুই দেশ রাষ্ট্রদূত নিয়োগ দেবে বলে কথা ছিল। ইরানের আগে সৌদি আরব তেহরানে তাদের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

সৌদি আরবের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ বাকের আল-নিমরের মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে তেহরানে উত্তেজিত কিছু নাগরিক সৌদি দূতাবাসে আগুন লাগায় এবং ভাংচুর করে। এতে ক্ষুব্ধ হয়ে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।#
পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।