সংগ্রাম অব্যাহত রাখবেন তুরস্কের পরাজিত প্রার্থী কিলিচদারওগ্লু
https://parstoday.ir/bn/news/west_asia-i123796-সংগ্রাম_অব্যাহত_রাখবেন_তুরস্কের_পরাজিত_প্রার্থী_কিলিচদারওগ্লু
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের পরাজিত প্রার্থী কামাল কিলিচদারওগ্লু বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে। রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং তাতে কামাল কিলিচদারগ্লু পরাজিত হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩০, ২০২৩ ১৭:০৫ Asia/Dhaka
  • সংগ্রাম অব্যাহত রাখবেন তুরস্কের পরাজিত প্রার্থী কিলিচদারওগ্লু

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের পরাজিত প্রার্থী কামাল কিলিচদারওগ্লু বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে। রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং তাতে কামাল কিলিচদারগ্লু পরাজিত হন।

নির্বাচনের ফলাফল তিনি মেনে নিয়েছেন তবে তিনি তার ভাষায় বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি লড়াই চালিয়ে যাবেন। নির্বাচনে পরাজিত হওয়ার পরও তিনি তার সমর্থকদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
এবারের নির্বাচনে এরদোগান এবং কিলিচদারওগ্লুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তবে দুই প্রার্থীর কেউই প্রথম পর্বের নির্বাচনে শতকরা ৫০ ভাগের বেশি ভোট পাননি। যার কারণে নির্বাচন রান অফে গড়ায়। তবে প্রথম পর্বের নির্বাচনের তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান রান অফ নির্বাচনে এরদোগানকে সমর্থন করেন। এতে এরদোগানের বিজয় নিশ্চিত হয়। 
নির্বাচনে এরদোগান পশ্চিমা বিরোধী অবস্থান নেন, অন্যদিকে কিলিচদারওগ্লু পশ্চিমা ঘেঁষা নীতি অনুসরণের ইঙ্গিত দিয়েছিলেন। তার পরাজয়ের কারণে মনে করা হচ্ছে তুর্কি জনগণ পশ্চিমা নীতিকে প্রত্যাখ্যান করেছেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।