তেহরান-রিয়াদ সম্পর্ক ব্যাহত করতে চাইছে ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i124148-তেহরান_রিয়াদ_সম্পর্ক_ব্যাহত_করতে_চাইছে_ইহুদিবাদী_ইসরাইল
সৌদি আরবে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি সতর্ক করে বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যে নতুন করে যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে বিঘ্ন ঘটাতে চাইছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৮, ২০২৩ ১৫:১০ Asia/Dhaka
  • আলী রেজা এনায়েতি
    আলী রেজা এনায়েতি

সৌদি আরবে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি সতর্ক করে বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যে নতুন করে যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে বিঘ্ন ঘটাতে চাইছে ইহুদিবাদী ইসরাইল।

ইরান থেকে সম্প্রচারিত আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে নতুন রাষ্ট্রদূত গতকাল (বুধবার) এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। এর আগে তিনি তার পরিচয়পত্র সৌদি কর্তৃপক্ষের কাছে পেশ করেন।

আলী রেজা এনায়েতি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়টিকে আমাদের অনেক বন্ধু ও ভাই স্বাগত জানিয়েছেন। তবে ইহুদিবাদী ইসরাইলের মতো কেউ কেউ তেহরান-রিয়াদ সম্পর্কে হতাশ। তাদের জন্য এটি অসহ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা এই সম্পর্ক ব্যাহত করতে চায়।

তিনি বলেন, তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলো দুই দেশের মধ্যে গঠনমূলক সহযোগিতা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও সাংস্কৃতিক ঘটনাবলীর ওপর ভিত্তি করে আঞ্চলিক নিরাপত্তাকে বিশেষভাবে প্রাধান্য দেয়া।

ইরানি রাষ্ট্রদূত বলেন, এভাবে যদি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে তার কারণে বিদেশি সেনা এ অঞ্চলে থাকতে পারবে না, তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলো প্রত্যাহার করতে বাধ্য হবে। যখন আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার হবে তখন কেউ তা ব্যাহত করতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।