ইহুদিবাদী বাহিনীর পাশবিকতায় কিশোরসহ ৫ ফিলিস্তিনির শাহাদাত
(last modified Tue, 20 Jun 2023 03:39:26 GMT )
জুন ২০, ২০২৩ ০৯:৩৯ Asia/Dhaka
  • ইহুদিবাদী বাহিনীর পাশবিকতায় কিশোরসহ ৫ ফিলিস্তিনির শাহাদাত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের পাশবিক হামলায় আরো পাঁচ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাদের মধ্যে এক জন কিশোর বলে জানা গেছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন আরো ৪৫ জন ফিলিস্তিনি।

গতকালের (সোমবার) এই হামলায় আহত ফিলিস্তিনিদের মধ্যে একজন গণমাধ্যমকর্মীও রয়েছেন। জেনিন থেকে সংবাদ প্রচারের সময় আল-গাদ টিভি চ্যানেলের ক্যামেরা পার্সন হাজেম নাসের ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হন।

ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, সোমবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ সময় ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা তাদেরকে প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনী হাজেম নাসেরকে ঘিরে রেখেছিল। সে সময় তিনি একটি অ্যাম্বুলেন্সের পিছনে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু এক পর্যায়ে ইসরায়েলি স্নাইপাররা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।