জেনিনে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ: হতবাক ইহুদিবাদী ইসরাইলি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i124682
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাল্টা প্রতিরোধে হতবাক হয়েছে তেল আবিব সরকার। ফিলিস্তিনি বাহিনীর পাল্টা প্রতিরোধ এত ব্যাপক মাত্রায় ছিল যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সৈন্যরা ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো জেনিনের উপর বোমাবর্ষণ করতে বিমান বাহিনী ব্যবহার করতে বাধ্য হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২১, ২০২৩ ২১:২৫ Asia/Dhaka

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাল্টা প্রতিরোধে হতবাক হয়েছে তেল আবিব সরকার। ফিলিস্তিনি বাহিনীর পাল্টা প্রতিরোধ এত ব্যাপক মাত্রায় ছিল যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সৈন্যরা ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো জেনিনের উপর বোমাবর্ষণ করতে বিমান বাহিনী ব্যবহার করতে বাধ্য হয়েছে।

সোমবার সকালে পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ হয়। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা সারায়া আল-কুদস ঘোষণা করেছে যে প্রতিরোধ বাহিনী ইহুদিবাদী সেনার গাড়ির বহরের পথে একটি বোমার বিস্ফোরণ ঘটাতে এবং তাদের অভিযান স্থবির করে দিতে সক্ষম হয়েছে। এছাড়া ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, তেল আবি শাসক গোষ্ঠীর সেনারা জেনিনে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর অতর্কিত হামলায় আটকা পড়ে এবং সেখানে তাদের সাত সেনা আহত হয়। ফলে এসব সেনাদের উদ্ধার করতে ঘটনাস্থলে  ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে  হেলিকপ্টার পাঠাতে হয়েছিল। ইহুদিবাদী সেনারা অ্যাপাচি হেলিকপ্টারের সমর্থনে জেনিন শহরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে আগ্রাসন চালায়। ইহুদিবাদী সেনাদের বর্বর অভিযানের মধ্যেই ইসরাইলি হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় যা গত ২ দশকের মধ্যে নজিরবিহীন ঘটনা।

প্রকৃতপক্ষে ফিলিস্তিনিদের অতর্কিত হামলা থেকে নিজ সেনাদের সরিয়ে নিতে ইসরায়েলি সেনাবাহিনী তার  বিমানবাহিনীর ইউনিটকে ব্যবহার করেছিল। জেনিনে গতকালের অভিযান এবং প্রতিরোধ বাহিনীর অতর্কিত হামলায় ইসরাইলি সৈন্যরা আটকে পড়ায় ফিলিস্তিনি সংগঠনগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোরি জোর দিয়ে বলেছেন, জেরুজালেম আল কুদস দখলকারী শাসক গোষ্ঠীকে কোনো বোকামি করার আগে হাজার বার চিন্তা করতে হবে এবং হিসাব নিকাশ করতে হবে।

আল-আরুরি আরো বলেন, আমরা নেতানিয়াহুকে সতর্ক করে দিচ্ছি যে আল-আকসা মসজিদের যে কোনো ক্ষতির অর্থ হচ্ছে  আগুন নিয়ে খেলা করা। ফিলিস্তিনি জাতি এবং বীরত্বপূর্ণ প্রতিরোধকামী সংগঠনগুলো আল-আকসা মসজিদকে রক্ষা করতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা সারায়া আল-কুদস গতকালের প্রতিরোধ যোদ্ধাদের অভিযানকে মুক্তিকামীদের শক্তি হিসেবে আখ্যায়িত করে এক বিবৃতি জারি করে বলেছে, প্রতিরোধকামী বাহিনীর বিজয়ের গল্পে আজ এক নতুন পাতা যুক্ত হলো। জেনিন ক্যাম্পে শত্রু বাহিনী চরমভাবে অপমানিত হয়েছে।#

পার্সটুডে/এমবিএ/২১ 

   বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।