‘নেতানিয়াহুর বক্তব্যে ইসরাইলের ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ হয়ে পড়েছে’
(last modified Tue, 27 Jun 2023 04:06:22 GMT )
জুন ২৭, ২০২৩ ১০:০৬ Asia/Dhaka
  • ‘নেতানিয়াহুর বক্তব্যে ইসরাইলের ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ হয়ে পড়েছে’

ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র অর্জনের আকাঙ্ক্ষাকে হত্যা করার যে পরিকল্পনা ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থাপন করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে হামাস।ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন বলেছে, নেতানিয়াহুর বক্তব্যে ইসরাইলের ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ হয়ে পড়েছে।

সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়েছে হামাস।

নেতানিয়াহু সম্প্রতি ইসরাইলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে বলেন,  ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘মাহমুদ আব্বাস পরবর্তী দিনটির’ জন্য তেল আবিব অপেক্ষা করছে।  ফিলিস্তিনি জনগণ তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখে তার কী হবে- একজন ইসরাইলি সংসদ সদস্য এমন প্রশ্ন করলে নেতানিয়াহু এক বাক্যে উত্তর দেন, “রাষ্ট্র প্রতিষ্ঠার এই আকাঙ্ক্ষা ধ্বংস করাই হবে আমাদের কাজ।”

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর এ বক্তব্য এই ফ্যাসিবাদী অবৈধ রাষ্ট্রের গোপন অভিলাস প্রকাশ করে দিয়েছে। আর সেই অভিলাসটি হচ্ছে, ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে ইহুদিবাদী অভিবাসীদের উপনিবেশ পাকাপোক্ত করা।

হামাস তার বিবৃতিতে আরো বলেছে, নেতানিয়াহু ফিলিস্তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে বক্তব্য দেয়ার পর এখন মাহমুদ আব্বাসের উচিত এই দখলদার শক্তির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়া।# 

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৭

ট্যাগ