পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী তৎপরতা বেড়েছে, উদ্বিগ্ন জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i124900-পশ্চিম_তীরে_অবৈধ_ইহুদি_বসতি_স্থাপনকারীদের_সন্ত্রাসী_তৎপরতা_বেড়েছে_উদ্বিগ্ন_জাতিসংঘ
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৮, ২০২৩ ০৯:৩৭ Asia/Dhaka
  • পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী তৎপরতা বেড়েছে, উদ্বিগ্ন জাতিসংঘ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিয়মিত ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সমন্বয়কারী টোর ওয়েনেসল্যান্ড সুস্পষ্ট করে বলেন, তিনি বিশেষভাবে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসবাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

ওয়েনেসল্যান্ড বলেন, "অধিকৃত পশ্চিম তীরে আমরা যে লাগাতার সন্ত্রাসী তৎপরতা দেখছি তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বেসামরিক লোকজনের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদী তৎপরতার নিন্দা জানাচ্ছি আমি। এসব কর্মকাণ্ড ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধানের ক্ষেত্রে বিরাট বড় বাধা এবং অবিশ্বাস সৃষ্টি করছে। এই সন্ত্রাসী তৎপরতা অবশ্যই বন্ধ হতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।"
সোমবার পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণে দুমা গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন ফিলিস্তিনি আহত হন। এর একদিন পর জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী এই উদ্বেগ প্রকাশ করলেন।

সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এতে অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার সময় ইসরাইলি সেনা ও পুলিশ সহযোগীর ভূমিকা পালন করে।#

 

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।