কুরআন অবমাননার কারণে সুইডেনের জন্য ন্যাটোর সদস্যপদ প্রাপ্তি কঠিন হবে
সুইডেন আবারও সেদেশে পবিত্র কুরআন অবমাননার অনুমতি দেওয়ায় দেশটির জন্য ন্যাটোর সদস্যপদ লাভ আবারও কঠিন হয়ে পড়বে।
সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র হজ্ব চলাকালে ঈদের দিন সেদেশের রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআন পোড়ানোর ঘটনায় বিশ্বের সর্বত্র মুসলমানেরা ক্ষুব্ধ হয়েছেন, তারা ব্যাপকভাবে প্রতিবাদমুখর হয়ে উঠেছেন। মুসলিম দেশ তুরস্কেও এর ব্যাপক প্রভাব পড়েছে, সেদেশের জনগণও এই ঘটনায় সুইডেনের ওপর নতুনকরে ক্ষেপেছেন।
এ অবস্থায় তুরস্ক চলতি মাসের ন্যাটো বৈঠকে কোনোভাবেই সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভের পক্ষে সম্মতি দেবে না বলে বিভিন্ন সূত্র মনে করছে।
এর আগে গত বছরও সুইডেনের স্টকহোমে তুর্কি দূতাবাসের সমানে কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। ঐ ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি সংক্রান্ত আলোচনা কয়েক মাসের জন্য বন্ধ করে দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সুইডেনের প্রতি সমর্থন দেওয়াটা এরদোগানের জন্য কঠিন হবে।
২০২২ সালে তুরস্কের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে ফিনল্যান্ড ও সুইডেন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদ লাভে এ চুক্তি সই হয়।
গত বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মে মাসে ন্যাটো সদস্যপদের জন্য আবেদন করে সুইডেন। তবে কুর্দি বিদ্রোহীদের প্রশ্রয় দেওয়ার কারণে সুইডেনের সদস্যপদ লাভ আটকে দেয় তুরস্ক। এছাড়া কুরআন অবমাননার ঘটনাতেও সমঝোতার বিষয়ে আলোচনা পিছিয়ে পড়ে।
ন্যাটোর গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্যপদ লাভের জন্য বর্তমান সব সদস্যের বাধ্যতামূলক অনুমোদন লাগবে। ফলে অন্যসব সদস্যের অনাপত্তি সত্ত্বেও তুরস্কের আপত্তি থাকায় সদস্যপদ আটকে আছে সুইডেনের।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।