‘সন্ত্রাসীদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়’
(last modified Wed, 19 Jul 2023 04:34:45 GMT )
জুলাই ১৯, ২০২৩ ১০:৩৪ Asia/Dhaka
  • সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর।
    সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর।

সিরিয়া সরকার দেশটিতে ফ্রান্সের একটি প্রতিনিধিদলের অবৈধ অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে। দামেস্ক বলেছে, ওই অনুপ্রবেশ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং সিরিয়ার সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ আক্রমণের শামিল।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ফ্রান্সের পররাষ্ট্র দফতরের একটি প্রতিনিধিদল সম্প্রতি দামেস্ক সরকারের অনুমতি ছাড়াই সিরিয়ার মাটিতে অনুপ্রবেশ করেছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছে। এ ঘটনা সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, ফ্রান্স যে সিরিয়ার সঙ্গে ঘোরতর বিদ্বেষ পোষণ করে তা এই ঘটনায় আরেকবার প্রমাণিত হয়েছে। এছাড়া, প্যারিস সরকার সিরিয়ায় তৎপর সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন ঘোষণা করে প্রকৃতপক্ষে এই আরব দেশের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দেশটিতে সন্ত্রাসবিরোধী যুদ্ধ করতে চাইলে ফ্রান্সকে দামেস্ক সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে তা করতে হবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়।

বিবৃতিতে প্যারিস সরকারকে ফ্রান্সের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ফ্রান্সের সাম্প্রতিক দাঙ্গা আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ