ইহুদি বসতি লক্ষ্য করে জেনিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/west_asia-i126076-ইহুদি_বসতি_লক্ষ্য_করে_জেনিন_থেকে_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ
দখলদার ইসরাইলের ইহুদি বসতি লক্ষ্য করে পশ্চিম তীরের জেনিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত 'আল-আইয়াশ' ব্রিগেড এই হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৭, ২০২৩ ১৮:৪১ Asia/Dhaka
  • ইহুদি বসতি লক্ষ্য করে জেনিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

দখলদার ইসরাইলের ইহুদি বসতি লক্ষ্য করে পশ্চিম তীরের জেনিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত 'আল-আইয়াশ' ব্রিগেড এই হামলা চালিয়েছে।

এই ব্রিগেড আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, পবিত্র মসজিদুল আকসায় অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার জবাবে 'কাস্সাম-ওয়ান' ক্ষেপণাস্ত্রের সাহায্যে অবৈধ ইহুদি বসতি 'রাম উন' লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ইসরাইলকে জানিয়ে দিতে চাই মসজিদুল আকসা হচ্ছে আমাদের রেড লাইন। সেখানে হামলা মেনে নেয়া হবে না। পবিত্র এই স্থানকে রক্ষায় জীবন দিতে দ্বিধা করবে না আইয়াশ ব্রিগেড।' ইসরাইলের জন্য কঠিন ও বেদনাদায়ক ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তাদের এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।  

ইসরাইলি রেডিও বলেছে, জেনিন থেকে ক্ষেপণাস্ত্র হামলার যে তথ্য প্রকাশিত হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে।

এর আগে আইয়াশ ব্রিগেড বলেছিল, তারা নানা প্রতিকূলতা সত্ত্বেও সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ অব্যাহত রেখেছে।

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।