ব্যক্তি স্বার্থে দেশ জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু: ১৩০০ সেনার বিবৃতি
(last modified Sat, 29 Jul 2023 13:33:41 GMT )
জুলাই ২৯, ২০২৩ ১৯:৩৩ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর সহস্রাধিক সদস্য বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে বাঁচাতে দেশকে আগুনে জ্বালিয়ে দিতেও প্রস্তুত আছেন। ইসরাইলের বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার বিল পাস হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তারা এ মন্তব্য করেছেন।

ইসরাইলি সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের এক হাজার ৩০০ সদস্য এক বিবৃতিতে আরও বলেছেন, নেতানিয়াহু একজন স্বৈরাচার। তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিচার বিভাগে পরিবর্তন এনেছেন। সুপ্রিম কোর্টকে তিনি সম্মান করেন না।

ইসরাইলি সেনারা আরও বলেছেন- শান্তিপূর্ণ উপায়ে নেতানিয়াহু সরকারের পতন ঘটাতে হবে, কারণ নেতানিয়াহু ইসরাইলের জন্য হুমকি।

ইহুদিবাদী ইসরাইলের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক তাসাওয়ি বিরিল বলেছেন, নেতানিয়াহু বিচার বিভাগের কাঠামোয় পরিবর্তন এনে আনুষ্ঠানিকভাবে গৃহযুদ্ধের সূচনা করেছেন।

ব্যাপক প্রতিবাদ ও গণবিক্ষোভ সত্ত্বেও ইসরাইলি পার্লামেন্ট সম্প্রতি বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা সংক্রান্ত একটি বিল পাস করেছে। এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রীসভার ক্ষমতাই কার্যত বাড়বে। 

বিচার বিভাগের ক্ষমতা হ্রাসের প্রস্তাবটি সংসদে পাস হওয়ার পর থেকে  দখলদার ইসরাইলের গুরুত্বপূর্ণ শহরগুলো অস্থিরতা ও ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারী ও ইহুদিবাদী সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ