ইরান-সৌদি সম্পর্ক পারস্য উপসাগরীয় অঞ্চলে নয়া পরিস্থিতির সূচনা করবে
(last modified Mon, 31 Jul 2023 12:52:59 GMT )
জুলাই ৩১, ২০২৩ ১৮:৫২ Asia/Dhaka
  • সৌদি আরবে ইরানের নয়া রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি
    সৌদি আরবে ইরানের নয়া রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি

সৌদি আরবে ইরানের নতুন রাষ্ট্রদূত বলেছেন: পারস্য উপসাগরীয় অঞ্চলের নয়া পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি সামরিক ধারণা থেকে উন্নয়নমুখিতার দিকে ধাবিত হয়েছে। নিরাপত্তার ধারণাটি এখন অনেক বেশি অন্তর্নিহিত অর্থবহ হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

তাসনিম বার্তা সংস্থা আজ এ খবর দিয়েছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, সৌদি আরবে ইরানের নতুন রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি বলেছেন: তেহরান-রিয়াদ সম্পর্ক এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, স্বাধীনতা এবং সংলাপের সংস্কৃতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনরায় চালু করা এবং দূতাবাস পুনরায় চালু করাসহ কূটনৈতিক কর্মীদের বিনিময় চুক্তির কথা উল্লেখ করেন এনায়াতি। তিনি বলেন: এই চুক্তির ধারাবাহিকতায় ইরান ও সৌদি আরবসহ এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও অনেক সুযোগ-সুবিধা তৈরি হবে।

ইরান-সৌদি সম্পর্ক অনেক গভীর এবং এই সম্পর্কের ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত বলে উল্লেখ করেন ইরানি কূটনীতিক। তিনি স্পষ্ট করে বলেছেন: রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে, নিরাপত্তা, অর্থনৈতিক, বাণিজ্যিক, পরিবহন, বিনিয়োগ, আলোচনা, হজ, ওমরাহ, পর্যটন, সাংস্কৃতিক আলোচনা ইত্যাদি নানা ক্ষেত্রে ইরানের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জাতি এবং ধর্মগত দিক থেকেও সৌদি আরব ও ইরান একে অপরের খুব ঘনিষ্ট। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নে দু'দেশের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

২০১৬ সাল থেকে দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কাতার ও চীনের সহযোগিতায় সম্প্রতি আবারও ইরান-সৌদি কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।#

পার্সটুডে/এনএম/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ