কোনো ফলাফল ছাড়াই শেষ হলো দু'দিনব্যাপী জেদ্দা বৈঠক
https://parstoday.ir/bn/news/west_asia-i126524-কোনো_ফলাফল_ছাড়াই_শেষ_হলো_দু'দিনব্যাপী_জেদ্দা_বৈঠক
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সংকট নিরসনে সৌদি আরবের জেদ্দায় দু'দিনব্যাপী আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৭, ২০২৩ ১১:৫৫ Asia/Dhaka
  • কোনো ফলাফল ছাড়াই শেষ হলো দু'দিনব্যাপী জেদ্দা বৈঠক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সংকট নিরসনে সৌদি আরবের জেদ্দায় দু'দিনব্যাপী আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

ব্রাজিল, ব্রিটেন, ভারত, চীন, আমেরিকা, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যসহ ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেয়। ইউক্রেন যুদ্ধের একটা শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করেতে গত শনিবার ও রবিবার সৌদি আরবের জেদ্দায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, গতকাল (রোববার) সন্ধ্যায় এক বিবৃতির মধ্য দিয়ে ওই বৈঠকের সমাপ্তি ঘটে।

বৈঠকে প্রস্তাবিত মতামতগুলোকে ইতিবাচক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে পরামর্শগুলোকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিতে উভয় পক্ষকে জানানো হয়েছে।

জেদ্দা বৈঠকে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয় নি। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন তিনি বৈঠকের ফলাফল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানাবেন।

এদিকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল (রোববার) ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈঠক সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন: ওই বৈঠক যুদ্ধ সংকট নিরসনের অজুহাতে ইউক্রেনকে সমর্থন করার পশ্চিমা ব্যর্থ প্রচেষ্টামাত্র।

রিয়াবকভ একইসঙ্গে বৈঠকটিকে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার নিরর্থক প্রচেষ্টা হিসাবেও মূল্যায়ন করেছেন।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন