ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে বহু মার্কিন বিমানের অবতরণ
https://parstoday.ir/bn/news/west_asia-i126946-ইরাকের_আইন_আল_আসাদ_ঘাঁটিতে_বহু_মার্কিন_বিমানের_অবতরণ
ইরাকের আল-আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে বিশাল আকারের কয়েকটি মার্কিন বিমান অবতরণ করেছে। নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকের নিউজ পোর্টাল আল-মালুমা এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৭, ২০২৩ ১৭:২০ Asia/Dhaka
  • আইন আল আসাদ ঘাঁটি
    আইন আল আসাদ ঘাঁটি

ইরাকের আল-আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে বিশাল আকারের কয়েকটি মার্কিন বিমান অবতরণ করেছে। নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকের নিউজ পোর্টাল আল-মালুমা এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমটি বলেছে, ভারী যুদ্ধ সরঞ্জাম ও বিপুল সংখ্যক সেনা বহনে সক্ষম বিমানগুলো অবতরণের কারণ স্পষ্ট নয়, তবে এ বিষয়ে নানা মহলে বিভিন্ন ধরণের জল্পনা-কল্পনা চলছে। লক্ষণ দেখে মনে হচ্ছে আগামী কিছু দিনের মধ্যেই বড় ধরণের কোনো অভিযান পরিচালনা করবে মার্কিন বাহিনী।

নিরাপত্তা সূত্রের দাবি, আইন আল-আসাদ ঘাঁটি থেকে বেশ কয়েকটি জঙ্গিবিমান উড়ানো হয়েছে। সেগুলো ঘাঁটির আকাশে চক্কর দিয়েছে। এ থেকেও নানা সন্দেহ দানা বাঁধছে।

আইন আল-আসাদ ঘাঁটিটি ইরাকের আল আনবার প্রদেশের বাগদাদি এলাকায় অবস্থিত। ২০০৩ সাল থেকে মার্কিন বাহিনী বিশাল এই ঘাঁটিটি নিয়ন্ত্রণ করছে।

ইরাকের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরই সেদেশ থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল, কিন্তু মার্কিন সরকার এখন পর্যন্ত সেদেশ থেকে সেনাদের পুরোপুরি সরিয়ে নেয়নি।#   

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।