কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রিয়াদ সফর আঞ্চলিক স্থিতিশীলতা সুসংহত করবে: কুয়েত
-
শেখ সালেম আব্দুল্লাহ আল-জাবের আস-সাবাহ
কুয়েত বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সাম্প্রতিক সৌদি আরব সফর মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বয়ে আনবে। গতকাল (শুক্রবার) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আব্দুল্লাহ আল-জাবের আস-সাবাহ এ আশা ব্যক্ত করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সৌদি সমকক্ষ ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবার রিয়াদ সফরে যান এবং শুক্রবার তার দু’দিনব্যাপী সৌদি আরব সফর শেষ হয়।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে বলেন, এ অঞ্চলের যেসব দেশ ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হলে সেসব দেশের অবস্থান সুসংহত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফরকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে দু’দেশের আন্তরিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী।
এ সফরের ফলে পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘উজ্জ্বল অধ্যায়ের সূচনা হবে’ বলে আস-সাবাহ আশা প্রকাশ করেন।
ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় মধ্যস্থতা করার জন্য চীনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এর আগে তেহরান ও রিয়াদের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করার জন্য ইরাক ও ওমানকে ধন্যবাদ জানান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী।#
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।