লিবিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানালেন হামাস নেতা হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া লিবিয়ার জনগণ ও সরকারের প্রশংসা করেছেন। ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য তিনি সেদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কারণে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের পর হামাস এই প্রতিক্রিয়া দেখাল।
লিবিয়ার প্রেসিডেন্টশিয়াল কাউন্সিলের প্রধান মোহাম্মাদ আল মেনফিকে ফোন করে হামাস নেতা হানিয়া বলেন, কোনো কোনো আরব দেশ যখন দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে তখন লিবিয়ার সরকার ও জনগণের সাম্প্রতিক অবস্থান ফিলিস্তিনি জনগণের জন্য গর্বের।
এ সময় লিবিয়ার প্রেসিডেন্টশিয়াল কাউন্সিলের প্রধান আল মেনফি জানান, তারা ফিলিস্তিনিদের পাশে আছে ও থাকবে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার নীতিতে অটল থাকার কথাও জানান এই নেতা।
সম্প্রতি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কারণে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন সেদেশের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দিবেইবা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সম্প্রতি লিবিয়া ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের খবর ফাঁস হয়ে যায়। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন লিবিয়ার জনগণ।
বর্ণবাদী ইসরাইল স্বীকার করেছে যে, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের বৈঠক হয়েছে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এলি কোহেন এবং মাঙ্গুশ ইতালির রাজধানী রোমে বৈঠকে মিলিত হন। বৈঠকের আয়োজনে সহযোগিতা করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি। #
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।