ইসরাইলি সেনারা বর্ণবাদী আচরণ করে: সাবেক মোসাদ প্রধানের মন্তব্য
https://parstoday.ir/bn/news/west_asia-i127824-ইসরাইলি_সেনারা_বর্ণবাদী_আচরণ_করে_সাবেক_মোসাদ_প্রধানের_মন্তব্য
ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক প্রধান তামির পারডো বলেছেন, ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরাইলের সেনারা বর্ণবাদী আচরণ করে থাকে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১৭:৫৩ Asia/Dhaka
  • ইসরাইলি সেনারা বর্ণবাদী আচরণ করে: সাবেক মোসাদ প্রধানের মন্তব্য

ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক প্রধান তামির পারডো বলেছেন, ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরাইলের সেনারা বর্ণবাদী আচরণ করে থাকে।

গতকাল (বুধবার) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যে ভূখণ্ডে দুইজন ব্যক্তিকে দুই রকম আইনি কাঠামোর আওতায় বিচার করা হয় সেটি বর্ণবাদী রাষ্ট্র। 

তামির পারডো উদাহরণ দিয়ে বলেন, আল-খলিল কিংবা নাবলুস শহরে যদি একজন ইসরাইলি ও একজন ফিলিস্তিনি নাগরিক আলাদা গাড়ি দুর্ঘটনা ঘটায় তাহলে একজনের বিচার হবে সামরিক আদালতে আর অন্যজনের বিচার হবে বেসামরিক আদালতে। তাদের দুইজনকে আলাদা বিচার ব্যবস্থার আওতায় আনা হবে, একই বিচার ব্যবস্থার সুযোগ তারা পাবে না। এর খারাপ পরিণতি সম্পর্কে ইসরাইলি কর্মকর্তাদের সতর্ক করেন মোসাদের এই সাবেক প্রধান।

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শ্বেতাঙ্গদের ভয়াবহ বর্ণবাদের বিস্তার ঘটেছিল যার অবসান হয় ১৯৯৪ সালে। সেই বর্ণবাদী ব্যবস্থা চলছে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ দখলদার সরকারের অধীনে। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক বর্ণবাদী শাসকদের চেয়ে অনেক বেশি বর্বর ও নিষ্ঠুরতার সাথে ইহুদিবাদী ইসরাইলিরা বর্ণবাদী ব্যবস্থা চালু রেখেছে যার কারণে প্রতিদিন ফিলিস্তিনিদেরকে জীবন দিতে হচ্ছে কিংবা ঘরবাড়ি থেকে উচ্ছেদ ও আটক হতে হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/৭